ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার কুলিক নদীতে ডুবে সায়ন হোসেন (৯) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। গত রোববার দুপুরে রাণীশংকৈল উপজেলার হোসেনগাঁও ইউনিয়নের উত্তরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সায়ন হোসেন ওই গ্রামের রবিউল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেন রাণীশংকৈল থানার ওসি মুহ. আরশেদুল হক। স্থানীয় সূত্রে জানা যায়, বাড়ির পাশে কুলিক নদীর পাড়ে জিও ব্যাগ দিয়ে বাঁধ নির্মাণের কাজ চলছিল। এ সময় সায়নসহ কয়েকজন শিশু সেখানে গিয়ে নদীতে গোসল করতে নামে। গোসলে নেমে সায়ন হঠাৎ পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা অনেক খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।