কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার ছয়সূতী ইউনিয়ন পরিষদ হল রুমে গ্রাম আদালত অধিকতর সক্রিয়করণে স্থানীয় অংশীজনদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল দুপুরে বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের আয়োজনে এবং ইয়ং পাওয়ার ইন সোশ্যাল অ্যাকশন (ইপসা) বাস্তবায়নে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, ইউপি সদস্যসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে অল্প সময়ে, স্বল্প খরচে ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব। গ্রাম আদালতে দেওয়ানী ও ফৌজদারি উভয় ধরনের মামলার নিষ্পত্তি করা যায় বলেও তারা উল্লেখ করেন। আলোচনায় আরও বলা হয়, গ্রাম আদালতকে সক্রিয় করার মাধ্যমে গ্রামীণ জনগণ সহজে ও কম খরচে ন্যায়বিচার পাবে। এতে একদিকে সাধারণ মানুষের ভোগান্তি কমবে, অন্যদিকে জেলা ও উপজেলা পর্যায়ের আদালতের মামলার চাপও হ্রাস পাবে।