ঢাকা মঙ্গলবার, ২৬ আগস্ট, ২০২৫

আইনশৃঙ্খলা সভা

ধামইরহাট (নওগাঁ) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৮:৪৫ এএম

ধামইরহাটে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোসা. জেসমিন আক্তার। সভায় ধামইরহাট থানার ওসি ইমাম জাফর উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উপস্থাপন করেন। আলোচনায় বিশেষ গুরুত্ব দেওয়া হয় মাদক, বাল্যবিয়ে এবং সড়কে যত্রতত্র গাড়ি পার্কিং সমস্যার সমাধানে।

মাদককে অসামাজিক কর্মকা-ের মূল কারণ হিসেবে উল্লেখ করে সভায় সব স্তরের জনগণকে সচেতন ও প্রতিরোধমূলক ভূমিকা গ্রহণের আহ্বান জানানো হয়। পাশাপাশি, মাদকসেবীদের প্রতিহত করার এবং স্থানীয় জনগণকে সহায়তা দেওয়ার জন্য আইনশৃঙ্খলা বাহিনীকে তথ্য সরবরাহে সহযোগিতা করার অনুরোধ করা হয়।