পটুয়াখালীর দশমিনায় মৎস্য অধিদপ্তরের অভিযানে আড়াই লাখ টাকার অবৈধ চায়না দুয়ারি জাল জব্দ করে প্রকাশ্যে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। গত বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর যৌথ অভিযান চালায়। পরে সন্ধ্যায় উপজেলা মৎস্য অধিদপ্তরের কার্যালয়ের সামনে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
মৎস্য অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তেঁতুলিয়া ও বুড়াগৌরঙ্গ নদীতে অভিযান চালিয়ে ৩০টি চায়না দুয়ারি জাল, একটি ‘রাক্ষুসে বাঁধা জাল’ ও তিনটি ভাসান জাল জব্দ করা হয়। এসব জালের বাজারমূল্য প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়নি। উপজেলা সামুদ্রিক মৎস্য কর্মকর্তা নাজনুল হাসান বলেন, ‘উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইরতিজা হাসান ও উপজেলা মৎস্য কর্মকর্তা মাহাবুবুর রহমানের নির্দেশনায় এ অভিযান চালানো হয়। দেশীয় মৎস্য সম্পদ ধ্বংসকারী চায়না দুয়ারিসহ সব অবৈধ জাল জব্দ করে প্রকাশ্যে ধ্বংস করা হয়েছে। আমাদের অভিযান অব্যাহত থাকবে।’