ঢাকা শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫

মাছের পোনা অবমুক্ত

রাজস্থলী (রাঙামাটি) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৭:২৯ এএম
রাঙামাটি

রাঙামাটির রাজস্থলীতে উপজেলা পরিষদ পুকুরে আনুষ্ঠানিকভাবে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা মৎস্য কর্মকর্তা (ভারপ্রাপ্ত) এরশাদ বীন শহীদের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শাহরিয়াজ বিশ্বাস। মৎস্য অধিদপ্তরের রাজস্ব খাতের আওতায় ২০২৫-২৬ অর্থবছরের কর্মসূচির অংশ হিসেবে এই পোনা অবমুক্ত করা হয়।

রাজস্থলী উপজেলা পরিষদের পুকুর ছাড়াও উপজেলায় মোট ৩৬টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ১৭৮ কেজি মাছের পোনা ছাড়ার পরিকল্পনা করা হয়। অনুষ্ঠানে প্রাণিসম্পদ কর্মকর্তা মোহাম্মদ নোমান, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রাকিবুজ্জামান রাজু, সাংবাদিক আজগর আলী খান, হাবীবুল্লাহ মিজবা, জামায়াতের আমির মাওলানা ফরিদ আহম্মদ, সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও মৎস্যজীবীরা উপস্থিত ছিলেন।