গ্রামীণ এলাকার অবহেলিত শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে ও বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে যশোরের শার্শা উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. কাজী নাজিব হাসান। উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়। এ সময় বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে।
বিশেষ করে গ্রামীণ এলাকার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা এবং ঝরে পড়া রোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাইকেল পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে সহজে যাতায়াত করতে পারবে এবং পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন