ঢাকা মঙ্গলবার, ০৭ অক্টোবর, ২০২৫

ভেসে আসা গাছ ধরতে গিয়ে ধান ব্যবসায়ী নিখোঁজ

কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ৭, ২০২৫, ০১:৫৭ এএম

কুড়িগ্রামের নাগেশ্বরীতে দুধকুমার নদে ভেসে আসা গাছের গুঁড়ি ধরতে গিয়ে স্রোতে ডুবে নিখোঁজ হয়েছেন মনসুর আলী নামের এক ব্যক্তি। গতকাল সোমবার সকালে নাগেশ্বরী উপজেলার বেরুবাড়ী ইউনিয়নের খেলার ভিটা এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মনসুর আলী (৪৫) বেবরবাড়ী ইউনিয়নের ৮নং ওয়ার্ডের খামার নকুলা এলাকার বাসিন্দা। তিনি ধান ব্যবসায়ী ছিলেন।

এ ঘটনায় ইউনিয়ন সাবেক চেয়ারম্যান মমিনুর রহমান জানান, উজান থেকে ভেসে আসা গাছের গুঁড়ি ও কাঠ ধরতে নদে নামেন মনসুর আলী। এ সময় প্রবল স্রোতে তিনি ডুবে যান। স্থানীয়রা খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে ফায়ার সার্ভিসকে জানায়। পরে ডুবুরি দল এসে উদ্ধার কাজ শুরু করে। নাগেশ্বরী থানার ওসি রেজাউল করিম বলেন, খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসকে জানানো হয়েছে। তাদের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করেছে।