নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র অপূর্ব পাল কর্তৃক পবিত্র কোরআন অবমাননার ঘটনায় তীব্র ক্ষোভ বিরাজ করছে বাংলাদেশের তৌহিদি জনতার মাঝে। তারই অংশ হিসেবে গতকাল সোমবার বাদ জোহর পূর্বধলায় বিক্ষোভ মিছিল করেন তৌহিদি জনতা। উপজেলার পূর্বধলা বড় জামে মসজিদ প্রাঙ্গণ থেকে তৌহিদি জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিলটি বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহিদ মিনার মোড়ে গিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিলে পূর্বধলা জামে মসজিদ প্রাঙ্গণে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, পূর্বধলা জামে মসজিদের ইমাম নূর মোহাম্মদ, হজরত মাওলানা ইয়াছিন আল হোসাইন প্রমুখ।