বৃহস্পতিবার, ০৯ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


ইব্রাহিম আকাশ, লালমোহন

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০১:৪২ এএম

স্বাস্থ্য কমপ্লেক্স ভবনই স্বাস্থ্যঝুঁকিতে

ইব্রাহিম আকাশ, লালমোহন

প্রকাশিত: অক্টোবর ৯, ২০২৫, ০১:৪২ এএম

স্বাস্থ্য কমপ্লেক্স ভবনই স্বাস্থ্যঝুঁকিতে

*** ভবনটির বিভিন্ন স্থানে খসে পড়ছে পলেস্তারা, ফাটল ধরেছে ছাদ, বিম ও দেয়ালে
*** সামান্য বৃষ্টি হলেই চুঁইয়ে পড়ে পানি
*** নিরাপত্তাহীনতায় চিকিৎসক, নার্স ও রোগীসহ কর্মকর্তা-কর্মচারীরা

প্রায় তিন লাখ মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। মানুষের স্বাস্থ্যসেবা দেওয়া এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি এখন নিজেই যেন রোগীতে পরিণত হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দুইতলা বিশিষ্ট ভবনটি জরাজীর্ণ হয়ে পড়েছে। ওই ভবনটিতে রয়েছে জরুরি বিভাগ, অন্তঃবিভাগ ও প্যাথলজি বিভাগসহ কয়েকটি গুরুত্বপূর্ণ অফিস কক্ষ। ওই ভবনটির বিভিন্ন স্থান থেকে এখন খসে পড়ছে পলেস্তারা, ফাটল ধরেছে ভবনের ছাদ, বিম ও দেয়ালে, বৃষ্টি হলে চুঁইয়ে পড়ে পানি। এতে চিকিৎসক, নার্স ও রোগীসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এর আগেও জরুরি বিভাগের ছাদের পলেস্তারা খসে পড়ে অল্পের জন্য প্রাণে রক্ষা পান রোগী ও চিকিৎসকসহ কর্তব্যরতরা।

জানা গেছে, ১৯৭৪ সালে একটি দুইতলা ভবনে ৩১ শয্যা নিয়ে যাত্রা শুরু হয় লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের। এরপর ২০০৮ সালে তিনতলা ভবন নির্মাণ করে স্বাস্থ্য কমপ্লেক্সটিকে ৫০ শয্যায় উন্নতি করা হয়। তিনতলা বিশিষ্ট ওই ভবনটিতে বহির্বিভাগ ও অত্যাধুনিক যন্ত্রপাতিসহ অপারেশন থিয়েটার এবং ১৯টি শয্যা করা হয়। তবে এরইমধ্যে পুরোনো ভবনটি জরাজীর্ণ হয়ে পড়ে। কয়েকবার মেরামত করেও স্থায়ী কোনো সমাধান হয়নি।

এখন চরম নড়বড়ে অবস্থা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরোনো দুইতলা বিশিষ্ট ভবনটি। অথচ সেই ভবনেই রয়েছে ইউএইচএফপিও, চিকিৎসক ও নার্স-মিডওয়াইফদের কক্ষ। এছাড়া জরাজীর্ণ দুইতলা ভবনটিতে চলছে জরুরি বিভাগ, আন্তঃবিভাগ, ল্যাব ও ইপিআইয়ের মতো গুরুত্বপূর্ণ সেবা কার্যক্রম। সবশেষ গত তিন বছর আগে পুরোনো ভবনটি মেরামত করা হলেও এখন ফের ঝুঁকিপূর্ণ হয়ে গেছে। এতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সেবাপ্রত্যাশী রোগী, দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ও স্টাফরা চরম আতঙ্কে রয়েছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি থাকা কয়েকজন রোগীর স্বজন মো. ইসমাইল, আব্দুর রহিম, আছিয়া ও করিমজান বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের ভবনটির বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে, ছাদ থেকে খসে পড়ছে পলেস্তারা। এসব দেখে অনেক ভয় হচ্ছে, তারপরও রোগী ভর্তি করেছি। কারণ আমরা গরিব মানুষ, ভোলা-বরিশাল যাওয়ার মতো অত টাকা নেই আমাদের। ভর্তির পর থেকে এখন একদিকে রোগীকে নিয়ে চিন্তা, অন্যদিকে ভবনের পলেস্তারা খসে পড়ার আতঙ্কে রয়েছি। দ্রুত এই ভবনটি নতুন করে নির্মাণ করা না হলে প্রাণ বাঁচাতে এসে হয়তো প্রাণটাই হারাতে হতে পারে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নার্সিং সুপার ভাইজার মোসা. তাসলিমা বেগম জানান, এই ভবনটি সত্যিই অনেক ঝুঁকিপূর্ণ। তবুও আমাদের নার্স-মিডওয়াইফরা চরম আতঙ্ক নিয়ে রোগীদের নিজেদের সাধ্যের ভেতর আন্তরিকতার সঙ্গে সেবা দিচ্ছেন। এতে করে রোগী ও আমরা চরমে উদ্বিগ্ন। তাই রোগীসহ আমাদের কর্তব্যরত নার্স-মিডওয়াইফদের জীবনের নিরাপত্তা নিশ্চিতের জন্য দুইতলা পুরোনো এই ভবনটির স্থানে নতুন ভবন নির্মাণের দাবি জানাচ্ছি।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী মো. ওমর ফারুক বলেন, স্বাস্থ্য কমপ্লেক্সের দুইটি ভবন। এরমধ্যে একটি দুইতলা, আরেকটি তিনতলা। দুইতলা ভবনটি বহু বছরের পুরোনো। এরপরও এই ভবনটিতেই চলছে গুরুত্বপূর্ণ কার্যক্রম। দুইতলা ভবনটি এখন দিন যত যাচ্ছে ততই জরাজীর্ণ হয়ে পড়ছে। ভবনের ছাদ থেকে পলেস্তারা খসে পড়ছে। কিছু কিছু স্থান দিয়ে পানি চুঁইয়ে পড়ছে, ফাটল ধরেছে বহুস্থানে। তবুও আমরা জীবনের ঝুঁকি নিয়ে অফিসের কার্যক্রম চালাচ্ছি। তবে এভাবে খুব বেশি দিন কার্যক্রম চালানো যাবে না। দ্রুত এখানে নতুন একটি ভবন নির্মাণ করা অত্যন্ত জরুরি।

এ বিষয়ে লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. মো. মহসীন খান জানান, ভবনটি অনেক পুরোনো হওয়ায় এখন জরাজীর্ণ হয়ে পড়েছে। এই ভবনটিতে ঝুঁকি নিয়ে সবাইকে কাজ করতে হচ্ছে। ইতোমধ্যে কয়েকবার মেরামতও করা হয়েছে। তবে যতদিন যাচ্ছে ততই ঝুঁকি বাড়ছে। তাই নতুন ভবন নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে। আশা করছি সবদিক বিবেচনা করে কর্তৃপক্ষ দ্রুত একটি নতুন ভবন নির্মাণের জন্য প্রয়োজনীয় উদ্যোগ নেবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!