কক্সবাজারের চকরিয়ায় নদী থেকে আয়েশা সিদ্দিকা এলি মণি (১১) নামের এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে মাতামুহুরি নদীর দক্ষিণ কাকারা ৮ নম্বর ওয়ার্ড এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়। নিহত এলি মণি একই এলাকার মনছুর আলমের মেয়ে। সে দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী। পরিবার জানায়, গত বৃহস্পতিবার বেলা ৩টার দিকে এলি মনিসহ কয়েকজন নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে এলি নদীতে ভেসে যেতে থাকে। তখন সঙ্গে থাকা বাকিরা তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়। পরে স্বজন ও ফায়ার ব্রিগেডের কর্মীরাও বৃহস্পতিবার একদফা চেষ্টা চালিয়ে ব্যর্থ হয়। গতকাল শুক্রবার ফের ফায়ার সার্ভিসের কর্মীরা অভিযান শুরু করলে দুপুর ১২টার দিকে নদী থেকে মরদেহ উদ্ধার হয়।