কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফের সদর ইউনিয়নের মৌলভীপাড়া এলাকার কুখ্যাত সন্ত্রাসী আব্দুল খালেকের বাড়িতে অভিযান চালিয়ে বিদেশি ৭.৬২ পিস্তলসহ বিপুল পরিমাণ অস্ত্র ও কার্তুজ উদ্ধার করেছে নৌবাহিনী। গত শুক্রবার মধ্যরাতে বিশেষ অভিযান পরিচালনা করে এসব অস্ত্র উদ্ধার করা হয়। গতকাল শনিবার দুপুরে নৌবাহিনীর সূত্র জানায়, অভিযানের সময় বাড়ির আঙিনায় মাটির নিচে অভিনব কায়দায় লুকিয়ে রাখা অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। উদ্ধার অস্ত্রের মধ্যে রয়েছে- ১টি ৭.৬২ মিমি বিদেশি পিস্তল, ১টি তাজা পিস্তল বল, ১টি দেশীয় শটগান, ৫টি কার্তুজ এবং ৯টি দেশীয় অস্ত্র।
নৌবাহিনী জানায়, উদ্ধার করা অস্ত্র ও গোলাবারুদ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
নৌবাহিনী আরও জানায়, ‘নৌবাহিনী তার দায়িত্বপূর্ণ এলাকায় অবৈধ অস্ত্র, মাদক ও দুষ্কৃতকারীদের দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’