‘পথ যেন হয় শান্তির, মৃত্যুর নয়’ শীর্ষক প্রতিপাদ্যে গঠিত নিরাপদ সড়ক চাই (নিসচা)’র উদ্যোগে নারায়ণগঞ্জের রূপগঞ্জে শিক্ষার্থীদের সড়কে চলাচলে জনসচেতনতার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে সারা দেশের মতো নিসচার নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত মাসব্যাপী নানা কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়। গতকাল শনিবার সকালে উপজেলার ভুলতা ইউনিয়নের নাহাটি এলাকার ‘জামিয়া হাশেমিয়া ইমদাদুল উলুম নাহাটি মাদ্রাসা’ অডিটরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রাসার মুফতি ইমদাদুল হাশেমীর সভাপতিত্বে বক্তব্য দেন, সংগঠনের নারায়ণগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক জামান মিয়া, সমাজসেবক নজরুল ইসলাম, সংগঠনের সহসভাপতি মোহাম্মদ গোলাম সাদেক, যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সোহেল কিরণ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক রমজান মৃধা, কার্যকরি সদস্য হাবিবুল্লাহ প্রমুখ।