ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

শাড়ি-লুঙ্গি বিতরণ

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০২:৪৮ এএম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ময়মনসিংহের ভালুকায় ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ভালুকা উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক মোহাম্মদ মোর্শেদ আলমের ব্যক্তিগত অর্থায়নে অসচ্ছল নারী-পুরুষের মধ্যে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার কাঠালী বাঘরাপাড়া প্রাথমিক বিদ্যলয় মাঠে এক আলোচনা সভা শেষে পৌর সভার ৯টি ওয়ার্ডে ৬ হাজার শাড়ি ও ৪ হাজার লুঙ্গি বিতরণ করা হয়। অনুষ্ঠানে পৌর বিএনপির আহ্বায়ক হাতেম খানের সভাপতিত্বে ও আমিনুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি ছিলেন, মোহম্মদ মোর্শেদ আলম। এ সময় তিনি বলেন, ‘বিগত সাড়ে ১৭ বছর আমরা আপনাদের কাছে আসতে পারি নাই। এখন দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে। নিয়মিত আপনাদের সঙ্গে দেখা হবে। পর্যায়ক্রমে তারেক রহমানের পক্ষ থেকে উপহার নিয়ে আসব।’ অন্যদের মাঝে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন আহমেদ, মজিবুর রহমান মজু, রুহুল আমিন, নাসির উদ্দিন সরকার, রুহুল আমিন, জহির রায়হান, স্বপন বণিক প্রমুখ।