কুষ্টিয়া জেনারেল হাসপাতালের পুকুর থেকে অজ্ঞাত এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান মরদেহটি দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কুষ্টিয়া মডেল থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে হাসপাতালসংলগ্ন পুকুরে মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়রা থানায় খবর দেন। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে। কুষ্টিয়া মডেল থানার ওসি (তদন্ত) আব্দুল আজিজ বলেন, ‘স্থানীয়দের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ঘটনাস্থল থেকে একটি বাটন মোবাইল ফোন ও এক জোড়া স্যান্ডেল উদ্ধার করা হয়েছে।’ তিনি আরও জানান, নিহত নারীর নাম-পরিচয় এখনো শনাক্ত হয়নি। ময়নাতদন্তের প্রতিবেদন ও পরিচয় নিশ্চিত হওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। বিষয়টি দুর্ঘটনা নাকি হত্যাকা-, তা তদন্ত করে দেখা হচ্ছে।