ঢাকা রবিবার, ১২ অক্টোবর, ২০২৫

গোসলে নেমে তিন বোনের মৃত্যু

মাগুরা প্রতিনিধি
প্রকাশিত: অক্টোবর ১২, ২০২৫, ০৩:০৫ এএম

মাগুরার মহম্মদপুর উপজেলায় বাড়ির পাশে খালের পানিতে গোসল করতে নেমে একই সঙ্গে তিন শিশুর মৃত্যু হয়েছে। গতকাল শনিবার দুপুরে বালিদিয়া ইউনিয়নের চাপাতলা গ্রামের নিদিস খালে এ ঘটনা ঘটে।

শিশুরা হলেনÑ চাপাতলা গ্রামের আনারুলের মেয়ে তারিন (৯), মো. তরিকুলের মেয়ে তানহা (৯) ও মো. সাজ্জাদের মেয়ে সিনথিয়া (৮)। তারা সম্পর্কে চাচাতো বোন।

স্থানীয়রা জানান, গতকাল দুপুর ২টার দিকে তিন শিশু বাড়ির পাশের খালে গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। প্রায় আধাঘণ্টা পর আশপাশের লোকজন বিষয়টি বুঝতে পেরে খোঁজাখুঁজি শুরু করে। স্থানীয়দের তৎপরতায় শিশুদের উদ্ধার করা হলেও ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। তিনজনকেই অচেতন অবস্থায় মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. আসাদুর রহমান ইসিজি পরীক্ষার মাধ্যমে তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

চিকিৎসক আসাদুর রহমান বলেন, স্থানীয়রা তিন শিশুকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে এসেছিল। তিনজনকেই মৃত অবস্থায় হাসপাতালে এনেছে। আমরা পরীক্ষা-নিরীক্ষা করে মৃত ঘোষণা করেছি।

মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুর রহমান বলেন, তিনটি শিশু বাড়ির পাশে খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহগুলো দাফনের অনুমতি দেওয়া হয়েছে।