নোয়াখালীর কোম্পানীগঞ্জে প্রদীপ জ্বালানোর সময় গ্যাস লিকেজ থেকে ভয়াবহ বিস্ফোরণে স্বামী-স্ত্রীসহ একই পরিবারের চারজন দগ্ধ হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় অদ্রিবা (৮) ও তূর্য (৪) নামে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। গতকাল রোববার (১২ অক্টোবর) সকালে কোম্পানীগঞ্জ থানার ওসি গাজী ফৌজুল আজিম বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে, ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) বৃহস্পতিবার ছোট ভাই তূর্য মারা যায়। দুই দিন পর শনিবার দুপুর সোয়া ২টার দিকে বড় বোন অদ্রিবার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, গত ১ অক্টোবর রাত ৮টার দিকে কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মডার্ন রোডের রাহাত মঞ্জিলের দ্বিতীয় তলায় এ দুর্ঘটনা ঘটে। রান্নাঘরের চুলার সুইচ খোলা থাকায় ঘরে গ্যাস জমে ছিল। এ অবস্থায় পূজার প্রদীপ জ্বালানোর মুহূর্তে বিস্ফোরণ ঘটে। এতে দেয়ালের একটি অংশ ভেঙে যায় এবং জানালার থাইগ্লাস চূর্ণবিচূর্ণ হয়ে পড়ে।
ঘটনায় দগ্ধ হন শিশু অদ্রিবা ও তূর্যসহ তাদের বাবা কুমুদ চন্দ্র নাথ (৪৪) এবং মা সবিতা রানী নাথ (৩২)। প্রথমে তাদের কোম্পানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়।
নিহত শিশুদের বাবা কুমুদ চন্দ্র নাথ বলেন, ‘চুলার সুইচ খোলা থাকায় গ্যাস লিক হয়ে ঘরে জমে ছিল। পূজার প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে। আমরা দুজন স্বামী-স্ত্রীও দগ্ধ হয়েছি। দুই সন্তানকে হারিয়ে আমাদের সব শেষ হয়ে গেছে।’
ওসি গাজী ফৌজুল আজিম বলেন, ‘এটি অত্যন্ত মর্মান্তিক ঘটনা। গ্যাস লিকেজের কারণে ঘরে গ্যাস জমে ছিল। প্রদীপ জ্বালানোর সঙ্গে সঙ্গেই বিস্ফোরণ ঘটে এবং শিশু দুটি দগ্ধ হয়ে মারা যায়।’