ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

কালীগঞ্জে কোরআন খতম, এতিমদের খাবার বিতরণ

কালীগঞ্জ (ঝিনাইদহ) প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০১:৫১ এএম

ঝিনাইদহের কালীগঞ্জে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে কোরআন খতম, দোয়া মাহফিল ও এতিমদের মধ্যে খাবার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার বেলা ১১টায় শহরের থানা রোডে দলীয় কার্যালয়ের সামনে এ কর্মসূচি পালন করেন স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজনের শুরুতে পবিত্র কোরআন খতম ও বিশেষ মোনাজাত করা হয়। মোনাজাতে তারেক রহমানের দীর্ঘায়ু, সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করা হয়। পরে এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের মধ্যে খাবার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম সম্পাদক সাইফুল ইসলাম ফিরোজ। তিনি বলেন, ‘তারেক রহমান দেশ ও গণতন্ত্রের জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। তার জন্মদিন উপলক্ষে অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে এমন উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।’

এ ছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. নুরুল ইসলাম, উপজেলা বিএনপি নেতা শহিদুল ইসলাম সাইদুল, ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতা এবং অন্যান্য স্থানীয় নেতারা।

নেতাকর্মীরা জানান, রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সমাজসেবামূলক কার্যক্রমকে আরও বিস্তৃত করতে ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত থাকবে।