ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

মনোনয়ন পরিবর্তনের দাবিতে মানববন্ধন

মেহেরপুর প্রতিনিধি
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০১:৫২ এএম

মেহেরপুরের গাংনী উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে দলীয় মনোনয়ন পরিবর্তনের দাবিতে ২৩ কিলোমিটার দীর্ঘ মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে মেহেরপুর-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের মেহেরপুর জেলার শেষ প্রান্ত আলমপুর ব্রিজ থেকে কুষ্টিয়া জেলার সীমান্ত খলিশাকু-ি পর্যন্ত এই মানববন্ধন বিস্তৃত হয়। এতে কয়েক হাজার নারী-পুরুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা বলেন, মেহেরপুর-২ (গাংনী) আসনে জেলা বিএনপির সভাপতি আলহাজ জাভেদ মাসুদ মিল্টনকে ধানের শীষের মনোনয়ন দিতে হবে। তার নেতৃত্বে আসনটি ‘পুনরুদ্ধার করে বিএনপির ঘরে তোলা সম্ভব’ বলেও দাবি করেন নেতাকর্মীরা।

বক্তব্য দেন গাংনী উপজেলা বিএনপির সভাপতি আলফাজ উদ্দীন কালু, সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল, সাংগঠনিক সম্পাদক আবদাল হক, যুগ্ম সাংগঠনিক সম্পাদক মনজুরুল ইসলাম টকি। এ ছাড়া বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি মকবুল হোসেন মেঘলা, সাধারণ সম্পাদক সাইদুর ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুমন, এডাম যুগ্ম সাংগঠনিক সম্পাদক ঈমান হোসেন, উপজেলা ও পৌর মহিলা দলের নেত্রীসহ বিভিন্ন ইউনিটের সভাপতি ও সাধারণ সম্পাদকেরা।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা স্লোগান দেন, ‘গাংনীর মাটি ধানের শীষের ঘাঁটি’, ‘গাংনীর মাটি মিল্টনের ঘাঁটি’, ‘মনোনয়ন পরিবর্তন চাই’।

নেতাকর্মীরা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে ভিন্নমুখী মনোনয়ন দেওয়া হলে এলাকায় বিভক্তি সৃষ্টি হবে। তাই দলীয় সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।