ঢাকা সোমবার, ২৪ নভেম্বর, ২০২৫

কলেজের বার্ষিক শিক্ষা সফর

দুলাল সরকার, বেলাব
প্রকাশিত: নভেম্বর ২৪, ২০২৫, ০১:৫৪ এএম

নরসিংদী জেলার বেলাব উপজেলার নারায়ণপুর ইউনিয়নের শহিদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের বার্ষিক শিক্ষা সফর-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার শহিদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের আয়োজনে গজনী অবকাশ কেন্দ্র, মধুটিলা ইকোপার্ক, শেরপুর ও বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে দিনব্যাপী এই শিক্ষা সফর অনুষ্ঠিত হয়। শিক্ষা সফরের নেতৃত্ব দেন শহিদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন। এ সময় শিক্ষার্থীদের সঙ্গে অভিভাবকেরাও আনন্দ উপভোগ করেন।

শিক্ষা সফর শিক্ষার অন্যতম একটি অংশ। বই থেকে অর্জিত জ্ঞান অন্তরে ধারণ করে শিক্ষার্থীরা শিক্ষা সফরে যায় সেই অর্জিত জ্ঞান প্রত্যক্ষ করতে। বইয়ের পড়া আর চোখের দেখাÑ এ দুইয়ে মিলে পরিপূর্ণভাবে আলোকিত হয়ে ওঠে শিক্ষার্থীর অন্তর্লোক। শিক্ষা সফর শিক্ষার্থীদের যেমন মুক্তি দেয় লেখাপড়ার একগুঁয়েমী থেকে, তেমনি তাদের পুস্তকলব্ধ জ্ঞানকে দৃঢ়তা ও স্থায়িত্ব প্রদান করে। শিক্ষা সফরে গিয়ে বিশাল পৃথিবীর অপরিমিত সৌন্দর্য অবলোকনের পাশাপাশি শিক্ষার্থীরা তাদের সুপ্ত প্রতিভা বিকশিত করারও সুযোগ পায়।

শহিদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের একাদশ শ্রেণির ছাত্রী সেবা আক্তার বলেন, আমাদের শিক্ষা সফর যাত্রা ছিল উল্লেখিত স্থানগুলোর মধ্যে বেশ কিছু স্থান দেখার জন্য। সেই সঙ্গে সকালের নাশতা, দুপুরের খাবার, বিদায়ি নাশতাসহ ছিল কিছু বিনোদনের আয়োজনও, যা সত্যিই শিক্ষক ও শিক্ষার্থীদের মনে আনন্দ দেওয়ার মতো।

শহিদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আব্দুল্লাহ আল মামুন বলেন, ভবিষ্যতেও এমন শিক্ষামূলক সফরের মাধ্যমে শিক্ষার্থীদের জ্ঞানচর্চার সুযোগ অব্যাহত থাকবে। সব মিলিয়ে শহিদ মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খান কলেজে ২০২৫-এর শিক্ষা সফর সুন্দর ও আনন্দময়ভাবে সম্পন্ন হয়েছে।