ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

৩৭ সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল হওয়ায় মিলছে না দরদাতা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০৩:০৬ এএম

৩৭ সৌর বিদ্যুৎ প্রকল্প বাতিল করায় বিনিয়োগকারীদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়েছে। যে কারণে দফায় দফায় টেন্ডার করেও নতুন করে দরদাতা পাওয়া যাচ্ছে না।
গতকাল শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেছেন বাংলাদেশ টেকসই ও নবায়নযোগ্য জ্বালানি সমিতি (বিএসআরইএ)। এ সময় লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনটির সভাপতি মোস্তফা আল মাহমুদ। তিনি বলেন, সরকার ইতিমধ্যে ৫৫টি সৌর বিদ্যুৎ প্রকল্পের জন্য দরপত্র আহ্বান করেছে, এটি অবশ্যই ইতিবাচক। তবে আমরা লক্ষ করছি, এসব প্রকল্পে বিদেশি বিনিয়োগকারীদের অংশগ্রহণ আশানুরূপ নয়। কিছু প্রকল্পে মাত্র একজন দরদাতা অংশ নিয়েছে, আবার কিছুতে কেউই আগ্রহ দেখাননি। আমরা মনে করছি, আগের প্রকল্পগুলো বাতিল করায় নেতিবাচক প্রভাব পড়েছে। বাতিলকৃত প্রকল্পগুলোতে প্রায় ৩০০ মিলিয়ন বিনিয়োগ হয়েছে। আমরা বাতিলকৃত প্রকল্পগুলো পুনর্বিবেচনার আহ্বান জানাচ্ছি। 
উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতাসীন হওয়ার পর আগের সরকারের সময়ে বিশেষ আইনের আওতায় চূড়ান্ত পর্যায়ে থাকা ৩৭টি প্রকল্প বাতিল করে দেয়। যেগুলোর বিপরীতে এলওআই ইস্যু করা হয়েছিল, অনেক প্রকল্পের বিপরীতে ব্যাংক গ্যারান্টি পর্যন্ত জমা হয়েছিল।