ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

গাজীপুরে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ০১:২৯ পিএম
কোনাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু। ছবি- রূপালী বাংলাদেশ

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীতে পুকুরে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

রোববার (৬ জুলাই) বেলা ১১টার দিকে কোনাবাড়ী থানাধীন দেওয়ালিয়াবাড়ী পুকুরপাড় এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল থেকে শিক্ষার্থীদের মরদেহ উদ্ধার করেন।

নিহতরা হলো- সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার তালতলা গ্রামের শামিম মিয়ার ছেলে আবদুল মোমিন (১৩) এবং রংপুর জেলার মিঠাপুকুর থানার বড় মির্জাপুর গ্রামের আকমন আলীর ছেলে জুনায়েদ (১২)। তারা গাজীপুরের বাগানবাড়ী এলাকায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করত এবং স্থানীয় একটি মাদ্রাসায় অধ্যয়নরত ছিল।

জিএমপি কোনাবাড়ী থানার ওসি মো. সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দুটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।