ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

ইসিতে নিবন্ধনের আবেদন বাংলাদেশ আমজনগণ পার্টির

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:১৬ এএম

‘এসো একসাথে মোরা দেশ গড়ি’ স্লোগানকে ধারণ করে বাংলাদেশ আমজনগণ পার্টি আজ রোববার নির্বাচন কমিশনে রাজনৈতিক দল নিবন্ধনের আবেদন জমা দিচ্ছে। এই প্রেক্ষাপটে দলটির নিবন্ধন কার্যক্রম চূড়ান্ত পর্যায়ে এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছে দলটির প্রেস অ্যান্ড মিডিয়া সেল। ইতিমধ্যে সব প্রয়োজনীয় ডকুমেন্টস প্রস্তুত করা হয়েছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তা নির্বাচন কমিশনে জমা দেওয়া হচ্ছে বলে জানান দলটির মিডিয়া সেলের আহ্বায়ক।
শিক্ষা, সমতা ও সুবিচারকে মূলনীতি হিসেবে গ্রহণ করে দেশব্যাপী সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ করছে বাংলাদেশ আমজনগণ পার্টি। ইতিমধ্যে দলটি দেশের ৪০টি জেলায় কমিটি গঠন করেছে। পার্টির আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন এবং সদস্য সচিব ফাতিমা তাসনিম স্বাক্ষরিত জেলা কমিটি ইতোমধ্যে কমিটিগুলোর নাম ঘোষণা করেছে। 
এ বিষয়ে দলের আহ্বায়ক ড. মোহাম্মদ রফিকুল আমীন বলেন, স্বাধীনতা অর্জনের ৫৪ বছরেও দেশের মানুষ বঞ্চনা ও বৈষম্যের সাথে লড়াই করে চলেছে, তাই দেশের মানুষকে এক হয়ে স্বৈরাচার বিদায় করতে হয়েছে। মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন ও রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখতে চায় এই দল। বেশকিছু প্রতিশ্রুতি তুলে ধরা হয় দলটির পক্ষ থেকে। এসবের মধ্যে রয়েছেÑ ক্ষমতা কুক্ষিগত করা নয়, বরং সুযোগ্য নাগরিক ও ভোটার তৈরির মাধ্যমে যোগ্য প্রার্থীকে জনপ্রতিনিধি নির্বাচন করে মানুষের সামাজিক ও রাজনৈতিক অধিকার নিশ্চিতকরণের মাধ্যমে রাষ্ট্র পরিচালনা।