ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ ঘুরে দাঁড়ানোর আশায় লিটনরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০১:১৪ এএম

স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শুরুটাও ভালো হয়নি বাংলাদেশের। প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটে হেরেছে লিটন কুমারের নেতৃত্বাধীন বাংলাদেশ। দেড় শ রানের বেশি পুঁজি নিয়ে সেভাবে লড়াই জমিয়ে তুলতে পারেনি তারা। বিশেষ করে বোলাররা খুবই হতাশ করেছেন। আগামীকাল ১৩ জুলাই সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে আবার পরস্পরের মুখোমুখি হবে শ্রীলঙ্কা ও বাংলাদেশ। এই ম্যাচে ঘুরে দাঁড়ানোর আশায় লিটনরা। বর্তমানে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে লঙ্কানরা।
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়কের পূর্ণ দায়িত্ব পাওয়ার পর লিটনের শুরুটাও ভালো হলো না। নতুন পথচলার শুরুতেই হতাশ হতে হয়েছে তাকে। প্রথম টি-টোয়েন্টি ম্যাচ প্রসঙ্গে লিটন জানান, ‘আমি মনে করি আগে ব্যাট করাটা ভালোই হয়েছে। উইকেট দুই দিকেই সাহায্য করেছে। কিছু বল নিচু হয়েছে। আমরা অনেক হতাশ। যে-ই ভালো ব্যাট করেছে, তারই চালিয়ে যাওয়া দরকার ছিল। আমার মনে হয়েছে, এমন উইকেটে রান ডিফেন্ড করাটা ভালো ব্যাপারই ছিল, আমাদের বোলিং সাইড ভালো।’ তিনি আরও বলেন, ‘আমরা ভালো বলও করতে পারিনি। এমন খারাপ দিন যে কোনো ক্রিকেটারের ক্ষেত্রেই আসতে পারে। (রিশাদ হোসেন) সে ভালো বল করেছে। এই উইকেটে যদি আপনি সঠিক জায়গায় বল করতে পারেন, তাহলে ব্যাটারের জন্য এডজাস্ট করাটা কঠিন হয়ে যায়।’
বাংলাদেশ দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদের মতে, ব্যাটিং ও স্পিন বোলিংয়ে আরেকটু উন্নতি করতে পারলে বাংলাদেশ সাফল্য পাবে। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজে ঘুরে দাঁড়ানোর প্রসঙ্গে এই পাকিস্তানি কোচ জানান, ‘কামব্যাক করা যাবে কি না? বিশ^াস করতে হবে এবং স্মার্ট ও আগ্রাসী ক্রিকেট খেলতে হবে। হারের ভয় করা চলবে না। চেষ্টা করে যেতে হবে ইতিবাচক ক্রিকেট খেলতে।’ স্পিন বোলিং নিয়ে কাজ করে যাচ্ছেন মুশতাক। তিনি বলেন, ‘স্পিন বোলিং কোচ হিসেবে আমি কাজ করে যাচ্ছি। রিশাদ, মিরাজদের নিয়ে আমি কাজ করছি। আমি দেখেছি বাঁ-হাতিদের বিরুদ্ধে রাউন্ড দ্য উইকেটে বল করেছে। এসব ব্যাপার অনুশীলনে করে এসে ম্যাচে প্রয়োগ করছে তারা। ফলে রেজাল্টও এসেছে। ব্যাটিং ইউনিটেও আমাদের ইতিবাচক ক্রিকেট খেলতে হবে। বিশ^াস রাখতে হবে। আমার ওপর বিশ^াস রাখুন। এই ছেলেদের মধ্যে সামর্থ্য রয়েছে ভালো ক্রিকেট খেলার। শুধু বিশ^াস রেখে যেতে হবে।’  মুশতাক মনে করেন, শ্রীলঙ্কার মেন্ডিসের মতো বাংলাদেশের ব্যাটসম্যানদের ব্যাটিং করতে হবে। তিনি বলেন, ‘আমাদের মধ্য থেকে যারা ফর্মে আছে, ৩০-৪০ রান করে আউট হয়ে যাচ্ছে, তাদের মধ্যে কাউকে মেন্ডিসের মতো করে আমাদের হয়ে কাজটা করে দিতে হবে। আমাদের ব্যাটিংয়ের জন্য এটা জরুরি।’ এ ছাড়া লঙ্কানদের প্রাপ্য কৃতিত্ব দিয়ে মুশতাক বলেন, ‘অবশ্যই প্রথমে কৃতিত্ব দিতে হবে শ্রীলঙ্কান দলকে। তারা দারুণ ইতিবাচক ও আগ্রাসী ক্রিকেট খেলেছে। আমাদের জন্য হতাশা। আমরা ভালো শুরু করেছি। সেখানেই ম্যাচ শেষ করে দেওয়া যেত, তবে আমরা তা পারিনি। শ্রীলঙ্কাকে কৃতিত্ব দিতেই হবে, আমাদের ব্যাটিংয়ে উন্নতি লাগবে।’ বাংলাদেশের বোলারদের প্রসঙ্গে মুশতাক বলেন, ‘আমরা বল ভালোই করেছি। ম্যাচ জেতা হয়নি। রিশাদ দারুণ বল করেছে, আমি খুব খুশি তাকে নিয়ে। রিশাদ ভালো স্পিন পাচ্ছে, তার গুগলিও স্পিন হচ্ছে। বাউন্সও ফিরছে। মিরাজও ভালো করেছে। এ কারণেই (ম্যাচে) ফিরতে পেরেছি। সাকিব এবং অন্য পেসারও দারুণ করেছে। মাঠে তারা সব উজাড় করে দিয়েছে। লড়াই করেছে। এটা বিশ^াস করে আমাদের এগিয়ে যেতে হবে। যদি ব্যাটিংয়ে, স্পিনে কিছু জায়গায় উন্নতি আনতে পারি, আমরা যেকোনো দলকে চ্যালেঞ্জ জানাতে পারি ইনশাআল্লাহ।’