ওয়েস্ট ইন্ডিজে চলমান গ্লোবাল সুপার লিগে (জিএসএল) দুবাই ক্যাপিটালসের হয়ে ব্যাটিং ও বোলিংয়ে আলো ছড়ালেন সাকিব আল হাসান। ফলে ম্যাচ-সেরার পুরস্কারটিও তার হাতেই উঠেছে। টুর্নামেন্টে প্রথম ম্যাচ খেলতে নেমেই দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারায় উচ্ছ্বসিত সাকিব। ম্যাচ শেষে নিজের অনুভূতি জানাতে গিয়ে সাকিব বলেন, ‘(দুবাই ক্যাপিটালসে সুযোগ পাওয়া) লাস্ট মিনিট কল ছিল। তাদের একজন প্লেয়ার চোটে ছিল। বদলি হিসেবে আমাকে আসতে হয়েছে। আমি দারুণ গর্বিত দুবাই ক্যাপিটালস দলের অংশ হতে পেরে।’ সাকিব আরও বলেন, ‘ক্যারিবিয়ানে ২০০৭ থেকে আসছি আমি। আমার সেকেন্ড হোমের মতোই। আমি কন্ডিশনটা ভালোভাবে জানি, জানি কীভাবে বল করতে হবে এসব ট্র্যাকে। অ্যামাজনে খেলাও আমাকে সাহায্য করেছে অনেক। আমার জন্য ভালো ম্যাচ। দলে যেভাবে অবদান রেখেছি, দারুণ খুশি।’ সাকিবের মতে, ম্যাচ জিততে হলে ব্যাটিং ও বোলিংÑ দুটিই গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘আমার উইকেটে টিকে থাকা জরুরি ছিল। কারণ অন্য প্রান্তে উইকেট যাচ্ছিল। আমরা ১৬০+ যেতে পেরেছি। গায়ানায় এমন রান করলে সব সময় ম্যাচ জেতার সুযোগ থাকবে। দারুণ শুরু। ছোট টুর্নামেন্ট। প্রথম ম্যাচ জেতা আমাদের সাহায্য করবে। আশা করি এখান থেকে সামনে এগিয়ে যেতে পারব।’ সাকিব প্রথমে দায়িত্বশীল ব্যাটিংয়ে করলেন ঝোড়ো ফিফটি। পরে অসাধারণ বোলিংয়ে নিলেন ৪টি উইকেট। তার অলরাউন্ড নৈপুণ্যে জিএসএলের শুভসূচনা করল দুবাই ক্যাপিটালস। দ্বিতীয় আসরের উদ্বোধনী ম্যাচে সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে সাকিবদের জয় ২২ রানে। গায়ানায় গত বৃহস্পতিবার ২০ ওভারে ১৬৫ রানের পুঁজি গড়ার পর প্রতিপক্ষকে ১৪৪ রানে আটকে দেয় ক্যাপিটালস। ৭ চার ও ১ ছক্কায় ৩৭ বলে অপরাজিত ৫৮ রানের ইনিংস খেলেন সাকিব। বোলিংয়ে প্রথম ওভারে মেডেনসহ নেন উইকেট দুটি। ৪ ওভারে স্রেফ ১৩ রানে তার শিকার ৪টি। ম্যাচ-সেরা হন তিনিই। টি-টোয়েন্টি ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয়বার একই ম্যাচে ব্যাটিংয়ে ফিফটি ও বোলিংয়ে ৪ উইকেট পেলেন সাকিব। তার সমান দুবার করে এই স্বাদ পেয়েছেন ইউভরাজ সিং, ভিরান্দিপ সিং, শোয়েব মালিক, ক্রিস গেইল, জেপি ডুমিনি ও মইন আলি। ইনিংসে চার বা এর বেশি উইকেট সাকিব পেলেন মোট ১৭ বার। ২০ বার পেয়ে এই তালিকায় তার ওপরে আছেন শুধু আফগানিস্তানের রাশিদ খান। প্রায় ছয় মাস পর স্বীকৃত ক্রিকেটে ফিরে গত মে মাসে পাকিস্তান সুপার লিগে লাহোর কালান্দার্সের হয়ে তিনটি ম্যাচ খেলে ভালো করতে পারেননি সাকিব। অবশেষে স্বরূপে ফিরলেন ৩৮ বছর বয়সি অলরাউন্ডার।