ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

ক্যাম্ফারের বিশ্ব রেকর্ড

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০১:২৩ এএম

নতুন এক বিশ্ব রেকর্ড গড়লেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। ছেলেদের পেশাদার ক্রিকেটে প্রথম বোলার হিসেবে ৫ বলে ৫ উইকেট শিকার করলেন তিনি। বৃহস্পতিবার ডাবলিনে ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি ট্রফিতে নর্থ-ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে মানস্টের রেডসের হয়ে এই কীর্তি গড়েন তিনি। আগে ব্যাটিংয়ে নেমে ২০ ওভারে ৭ উইকেটে ১৮৮ রান তুলেছিল মানস্টের। তাড়া করতে নেমে ১১ ওভারে ৫ উইকেটে ৭৮ রান তুলেছিল নর্থ-ওয়েস্ট। ১২তম ওভারে বোলিংয়ে আসেন মানস্টের অধিনায়ক ক্যাম্ফার। সেই ওভারে তার প্রথম ৪ বলে ছক্কাসহ এসেছে ৯ রান। কিন্তু শেষ ২ বলে আউট হন জ্যারেড উইলসন ও গ্রাহাম হিউম। বেন হোয়াইট মাঝের ওভারটি করার পর ১৪তম ওভারে বোলিংয়ে ফিরে প্রথম বলেই উইকেট নিয়ে হ্যাটট্রিক করেন ক্যাম্ফার। আশ্চর্যের বিষয়, পরের দুটি বলেও উইকেট পান এই ডানহাতি পেসার। আউট হন যথাক্রমে রোবি মিলার ও জশ উইলসন। অর্থাৎ ১১.৪ ওভারে ৮৭/৫ থেকে ১৩.৩ ওভারের মধ্যে ৮৮ রানে অলআউট হয়ে মানস্টেরের কাছে ১০০ রানে হেরেছে নর্থ-ওয়েস্ট। এর মূলে রয়েছে মানস্টের অধিনায়ক ক্যাম্ফার, ২.৩ ওভারে ১৬ রানে ৫ উইকেট নেন তিনি। জয়ের পর ক্যাম্ফার বলেছেন, ‘ওভার পরিবর্তন হওয়ায় কী ঘটছে, তা বুঝতে পারছিলাম না। সহজভাবে নিজের কাজটা করে গেছি, সৌভাগ্যবশত ফল পেয়েছি।’