রাজধানীর সূত্রাপুরে একটি বাসায় গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছে। গতকাল শুক্রবার ভোররাতে কাগজিটোলায় এ ঘটনা ঘটে।
দগ্ধরা হলেনÑ মো. রিপন (৩৫), তার স্ত্রী চাঁদনী (২৮) এবং তাদের সন্তান রোকন (১৪), তামিম (১৬) ও শিশু আয়েশা (১)।
গুরুতর আহত অবস্থায় তাদের জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা জানিয়েছেন, সবারই শ^াসনালি পুড়ে গেছে। এ ছড়া আগুনে পোড়া ক্ষতের পরিমাণ বেশি হওয়ায় তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
রিপনের মামা জাকির হোসেন জানান, সূত্রাপুর কাগজিটোলা সাঈদ চেয়ারম্যানের বাড়ির পাশের একটি পাঁচতলা বাড়ির নিচতলায় ভাড়া থাকে ওই পরিবার। রাতে সবাই ঘুমিয়ে ছিল। এমন সময় হঠাৎ করেই বাসায় বিস্ফোরণ ঘটে। এতে তারা আগুনে পুড়ে যায়। ক্ষয়ক্ষতি হয়েছে বাড়িটির আসবাবপত্রও। পরে আশপাশের ভাড়াটিয়ারা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসেন।
তিনি বলেন, আমরা ধারণা করছি, গ্যাস লিকেজ থেকে এ ঘটনা ঘটে থাকতে পারে। চিকিৎসক জানিয়েছেন, তাদের সবার অবস্থাই আশঙ্কাজনক।
জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, ভোরের দিকে সূত্রাপুর এলাকা থেকে আগুনে পুড়ে একই পরিবারের শিশুসহ পাঁচজনকে মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে রিপনের ৬০ শতাংশ পুড়ে গেছে। রিপনের স্ত্রী চাঁদনীর ৪৫ শতাংশ, রোকনের ৬০ শতাংশ, তামিমের ৪২ শতাংশ ও শিশু আয়েশার ৪৩ শতাংশ দগ্ধ হয়েছে।
তিনি জানান, এদের সবারই শ্বাসনালি পুড়ে গেছে। দগ্ধের পরিমাণ বেশি হওয়ায় তাদের সবার অবস্থা আশঙ্কাজনক। জরুরি বিভাগের চিকিৎসা শেষে সবাইকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে ভর্তি করা হয়েছে।