শেরপুরের নালিতাবাড়ী সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল শুক্রবার সকাল ৬টার দিকে উপজেলার পানিহাটা সীমান্ত পিলার-১১১৮/৩-এসের কাছ থেকে তাদের আটক করেন বিজিবি রামচন্দ্রকুড়া ক্যাম্পের সদস্যরা।
আটক ব্যক্তিরা সবাই সাতক্ষীরার তালা উপজেলার শাহজাদপুর গ্রামের বাসিন্দা। তাদের মধ্যে দুইজন পুরুষ, চারজন নারী ও চারজন শিশু রয়েছেন।
পুলিশ ও বিজিবি সূত্র জানায়, দুই বছর আগে চিকিৎসার উদ্দেশ্যে অবৈধ পথে ভারতের রাজধানী দিল্লির ফরিদাবাদে যান তারা। পরে তারা শ্রমিক হিসেবে সেখানে কাজ শুরু করেন। সম্প্রতি স্থানীয় লোকজন তাদের ভারতীয় পুলিশের হাতে তুলে দেন। পরে পুলিশ তাদের বিএসএফের কাছে হস্তান্তর করে। দুই-তিন দিন আগে তাদের বিমানযোগে নয়াদিল্লি থেকে গৌহাটিতে নিয়ে আসা হয়। গতকাল সকালে পানিহাটা সীমান্ত পিলার-১১১৮/৩-এসের কাছ দিয়ে ভারতের ২২ ব্যাটালিয়ন বিএসএফের বাবুরামবিল ক্যাম্পের সদস্যরা তাদের বাংলাদেশে পাঠিয়ে দেন।
বিজিবি-৩৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান বলেন, ভারত থেকে ঠেলে পাঠানো ১০ জনকে বিজিবি আটক করে নালিতাবাড়ী থানায় হস্তান্তর করেছে।
নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী আটক ব্যক্তিদের অভিভাবকদের জিম্মায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।