শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-কাঠমান্ডু ফ্লাইটে বোমা থাকার হুমকি পাওয়া গেছে। এতে নিরাপত্তাঝুঁকি থাকায় ঢাকা-কাঠমান্ডু রুটের ফ্লাইট বিজি-৩৭৩ সাময়িকভাবে স্থগিত করা হয়। গতকাল শুক্রবার বিকেল পৌনে ৫টায় ফ্লাইটটি ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল।
এদিকে, তল্লাশি শেষে রাত পৌনে ৮টার দিকে বিমানের মহাব্যবস্থাপক রওশন কবীর বলেন, বিমানে কোনো বোমা বা এ ধরনের কিছুই পাওয়া যায়নি। এটি ছিল ফেইক কল। এখন যাত্রীদের বোর্ডিং করানো হচ্ছে (বিমানে তোলা হচ্ছে), শেষ হলেই কাঠমান্ডুর উদ্দেশ্যে ফ্লাইট ছেড়ে যাবে।
বিমানবন্দরের নির্বাহী পরিচালক এস এম রাগীব সামাদ বলেন, এ সময়ের মধ্যে বিমানবন্দরের সব বিমান উড্ডয়ন এবং অবতরণ কার্যক্রম স্বাভাবিক ছিল। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে ছিল।
জানা গেছে, গতকাল বিকেল পৌনে ৫টায় ফ্লাইটটির ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা ছিল। উড়োজাহাজটি তখন ১৪২ যাত্রী ও ৭ জন ক্রু নিয়ে উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছল। উড়োজাহাজটির বৈমানিক ছিলেন ক্যাপ্টেন আবদুর রহমান। তবে ফ্লাইট ছাড়ার আগে একটি অজ্ঞাত নম্বর থেকে ফোন করে জানানো হয়, বিমানে বোমা রয়েছে।
পরে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যানের নির্দেশনায় জরুরি ব্যবস্থা গ্রহণ করা হয়। ফাস্ট রেসপনডার হিসেবে বিমানবাহিনীর টাস্কফোর্স ও এভসেক দ্রুত বিমানের চারপাশে নিরাপত্তা বলয় গড়ে তোলে এবং বাংলাদেশ বিমানবাহিনীর বোমা নিষ্ক্রিয়কারী দল ও এপিবিএনের ডগ স্কোয়াড ঘটনাস্থলে আসে। পরবর্তী সময়ে র্যাবের বোমা নিষ্ক্রিয়কারী দল তাদের সঙ্গে যোগ দিয়ে উড়োজাহাজের অভ্যন্তর ও লাগেজ তল্লাশি করে। যাত্রীদের নিরাপদে উড়োজাহাজ থেকে নামিয়ে স্ক্রিনিং শেষে লাউঞ্জে পাঠানো হয়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক থাকলেও কারো কোনো ক্ষতি হয়নি।
এদিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের জনসংযোগ বিভাগের মহাব্যবস্থাপক (জিএম) এ বি এম রওশন কবীর সাংবাদিকদের জানিয়েছেন, একটি অজ্ঞাতনামা নম্বর থেকে ফোনকলের মাধ্যমে জানানো হয়, বিমানের ফ্লাইটে বোমা রয়েছে। সে সময় ফ্লাইটটি উড্ডয়নের প্রস্তুতি নিচ্ছিল। যাত্রীদের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে তাৎক্ষণিকভাবে সবাইকে উড়োজাহাজ থেকে নামিয়ে আনা হয়।
বোমা হুমকির বিষয়টি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) গুরুত্বের সঙ্গে দেখছে। এ ছাড়া কারা কী উদ্দেশ্যে এই হুমকি দিয়েছে, তা তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছে বেবিচক।