ঢাকা সোমবার, ০৪ আগস্ট, ২০২৫

অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ বাছাই

লাওস ম্যাচেই চোখ মেয়েদের

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: আগস্ট ৪, ২০২৫, ১২:৩৯ এএম

এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্ব খেলতে লাওসে গেছে বাংলাদেশ নারী দল। লাওসে পৌঁছানোর পর গতকাল প্রথমবারের মতো অনুশীলনে নিজেদের ঝালিয়ে নিয়েছে তারা। অনুশীলনের পর নারী দলের তারকা ফরোয়ার্ড সাগরিকা জানান, ‘সকালের প্র্যাকটিস ছিল। অনেক ভালো প্র্যাকটিস করেছি। আমরা ম্যাচের জন্য প্রস্তুত হচ্ছি।’ নারী দলের অধিনায়ক আফঈদা খন্দকার বলেছেন, দলের সবাই সুস্থ আছেন। নতুন দেশে গিয়ে সবাই বেশ ফুরফুরে মেজাজেই আছেন। তাদের প্রথম ম্যাচ স্বাগতিক লাওসের বিপক্ষে। তাই এই ম্যাচকেই পাখির চোখ করছে বাংলাদেশের মেয়েরা। আফঈদা খন্দকার বলেন, ‘প্রথম যেহেতু লাওসের সঙ্গে খেলা, আমাদের টার্গেট থাকবে ম্যাচ জেতার।’ আগামী ৬-১০ আগস্ট লাওসে নারী এএফসি অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের বাছাই। বাংলাদেশের গ্রুপে রয়েছে স্বাগতিক লাওস, শক্তিশালী দক্ষিণ কোরিয়া ও অপেক্ষাকৃত দুর্বল তিমুরলেস্তে। দক্ষিণ কোরিয়া থাকায় বাংলাদেশের গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সম্ভাবনা বাস্তবিক অর্থে নেই। তবে রানার্সআপ হওয়ার সম্ভাবনা আছে। রানার্সআপ হলেও টুর্নামেন্টের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ পাবে বাংলাদেশ।