এশিয়া কাপ ও নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ সামনে রেখে ৬ আগস্ট থেকে মিরপুরে শুরু হয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ফিটনেস ক্যাম্প।
গত দুই দিন সাতসকালে ফিটনেস ক্লাসে পরীক্ষা দিয়েছেন প্রাথমিক দলে ডাক পাওয়া ক্রিকেটাররা। ক্যাম্পের প্রথম দিন ১৬ জন ক্রিকেটার যোগ দেন। প্রাথমিক দলে থাকা পাঁচ ক্রিকেটার অস্ট্রেলিয়ায় টপ অ্যান্ড টি-টোয়েন্টি সিরিজ খেলতে গেছেন। টি-টোয়েন্টি দলের অধিনায়ক লিটন দাস, তাওহিদ হৃদয় ও রিশাদ হোসেন ক্যাম্পে দেরিতে যোগ দেন। আর হজ করতে গেছেন তাসকিন আহমেদ। তাই ছুটিতে আছেন এই ক্রিকেটার।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের জিম ও মূল মাঠে নিজেদের ঝালিয়ে নেন ক্রিকেটাররা। প্রতিদিন ফিটনেস ক্লাবে বেশ ভালো পরীক্ষা দিচ্ছেন তারা। ফিটনেস ক্লাসে বেশ ফুরফুরে মেজাজেই দেখা যাচ্ছে ক্রিকেটারদের। জাতীয় দলের স্ট্রেংথ অ্যান্ড কন্ডিশনিং কোচ নাথান কেলির অধীনে সপ্তাহব্যাপী চলবে এই ফিটনেস ক্যাম্প। ফাঁকা সময়ে ক্রিকেটারদের ফিটনেসের ওপর বেশি গুরুত্ব দিচ্ছে বিসিবি।
টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিংয়ের জন্য মাংসপেশিতে বাড়তি শক্তির প্রয়োজন। নানা দিক বিবেচনা করে এই ফিটনেস ক্যাম্প আয়োজন করেছে বিসিবি। ফিটনেস ক্যাম্পের পর ১৫ আগস্ট থেকে টাইগারদের স্কিল ক্যাম্প শুরু হবে। এর আগে ১০ আগস্ট থেকে পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড ক্যাম্পে যোগ দেবেন। এরপর প্রধান কোচ ফিল সিমন্সসহ অন্য কোচিং স্টাফরা দলের সঙ্গে যোগ দেবেন।
টাইগারদের ফিটনেস ক্যাম্পে মিরপুরে দেখা যায় মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে। ওয়ানডে ও টি-টোয়েন্টি ক্রিকেটকে বিদায় জানালেও মুশফিক এখনো টেস্ট থেকে অবসর নেননি। আর মাহমুদউল্লাহ ঘরোয়া ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন। তবে দলে না থাকলেও তারা ফিটনেস ক্যাম্পে যোগ দিয়েছেন। মাহমুদুল হাসান জয়কে ব্যাটিং টিপস দেন মাহমুদউল্লাহ। মুশফিক ও মাহমুদউল্লাহকে ক্যাম্পে দেখা যাওয়ায় অনেকে অবাক হন।
ক্যাম্পের দ্বিতীয় দিন ফিটনেস ক্যাম্পে ভালোভাবেই মোস্তাফিজরা গা গরম করে নেন। ঢাকায় হওয়া এই ক্যাম্পের পর ২০ আগস্ট থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আরেকটি ক্যাম্প করবে জাতীয় দল। নেদারল্যান্ডস সিরিজের আগে সিলেটের মাঠে নিজেদের চূড়ান্তভাবে তৈরি করে নেবেন ক্রিকেটাররা। সিলেটের মাঠেই ৩০ আগস্ট থেকে ডাচদের বিপক্ষে বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে।
১ ও ৩ সেপ্টেম্বর সিরিজের পরের দুটি ম্যাচের সূচি রয়েছে। এই সিরিজ খেলার পর এশিয়া কাপে অংশ নিতে সংযুক্ত আরব আমিরাতে চলে যাবে বাংলাদেশ দল। ৯ সেপ্টেম্বর থেকে এশিয়া কাপ মিশন শুরু হবে লিটনদের।