বগুড়ার আদমদীঘি উপজেলার মুরইল বাজার এলাকা থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ শামছুজ্জামান ওরফে মাসুম (৪০) নামের এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
তিনি উপজেলার নসরৎপুর ইউনিয়নের বিনাহালী পশ্চিম ম-লপাড়া গ্রামের আবু জাহিদ ম-লের ছেলে। আদমদীঘি থানার ওসি এসএম মোস্তাফিজুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত বুধবার সন্ধ্যায় থানার এসআই খোকন চন্দ্র সঙ্গীয় ফোর্স নিয়ে মুরইল বাজার এলাকায় অভিযান চালান।
এ সময় মাদক বিক্রির সময় হাতেনাতে মাসুমকে আটক করা হয়। তার কাছ থেকে ৪০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
তবে অভিযানকালে অন্য মাদক কারবারিরা পালিয়ে যায়। গ্রেপ্তারকৃত মাসুমের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বৃহস্পতিবার (৭ আগস্ট) দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।