ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

নাটোরে কাঁচা রাস্তার কারণে বিয়ে হচ্ছে না ছেলে-মেয়ের

লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০১:০৭ পিএম
লালপুরে মাত্র দুই কিলোমিটার কাঁচা রাস্তার কারণে থেমে যাচ্ছে মানুষের জীবন। ছবি- রূপালী বাংলাদেশ

নাটোরের লালপুরে মাত্র দুই কিলোমিটার কাঁচা রাস্তার কারণে থেমে যাচ্ছে মানুষের জীবন। বৃষ্টির মৌসুম এলেই যেন ভয়াবহ দুর্ভোগে পড়ে উপজেলার কদিমচিলান ইউনিয়নের ধলা গ্রামের মানুষ। এমনকি, গ্রামের ছেলে-মেয়েদের বিয়ের সম্বন্ধ পর্যন্ত ভেঙে যাচ্ছে- শুধুমাত্র এই রাস্তার দুরবস্থার কারণে!

দাঁইড়পাড়া হাইওয়ে রোড থেকে ধলা শেখচিলান পর্যন্ত কাঁচা রাস্তার অবস্থা এতটাই করুণ যে বর্ষা মৌসুমে কাদা ও পানিতে একাকার হয়ে যায়। যানবাহন তো দূরের কথা, স্বাভাবিকভাবে হাঁটাও যায় না। সামান্য বৃষ্টিতে সৃষ্টি হয় চরম দুর্ভোগ।

স্থানীয়রা জানান, ছেলের ভালো চাকরি থাকলেও কিংবা মেয়ের গুণে গুণান্বিত হলেও বিয়ে হচ্ছে না, কারণ পাত্র বা পাত্রীপক্ষ রাজি হচ্ছেন না এই রাস্তায় আসতে। বিয়ের আগেই ভেঙে যাচ্ছে সম্পর্কের সম্বন্ধ।

শুধু বিয়ে নয়, রাস্তার কারণে শিক্ষা ও চিকিৎসা সেবাও মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। কোনো রোগী অসুস্থ হলে অ্যাম্বুলেন্স তো দূরের কথা, রিকশা-ভ্যানও পৌঁছায় না গ্রামে। রোগীকে খাটিয়ায় করে বহন করতে হয়। বৃষ্টির দিনে দুর্ভোগ আরও চরমে ওঠে। মৃত্যুঝুঁকি নিয়েই মানুষকে দিন পার করতে হয়।

শিক্ষার্থীদের স্কুলে যাওয়া হয়ে উঠেছে দুঃস্বপ্নের মতো। সকালে স্কুলে রওনা হলেই পিচ্ছিল কাদায় পড়ে গিয়ে ভিজে যায় বই-খাতা ও ইউনিফর্ম। এতে অনেকেই সময়মতো ক্লাসে পৌঁছাতে পারে না, পড়ালেখা ব্যাহত হচ্ছে- ক্ষোভ প্রকাশ করেছেন অভিভাবকেরা।

কৃষকরাও কাঁচা রাস্তার কারণে সময়মতো ফসল বাজারজাত করতে না পারায় ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হচ্ছেন।

এ বিষয়ে স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড ইউপি সদস্য জানান, ‘তিনি বহুবার উপজেলা চেয়ারম্যান, ইউনিয়ন চেয়ারম্যান, এমপি ও ইউএনওকে বিষয়টি জানিয়েছেন। কিন্তু আজও বাস্তব কোনো উন্নয়ন হয়নি।’

তার মতে, ‘রাস্তা পাকাকরণ করা হলে মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হবে।’

স্থানীয়রা বলছেন, ভোট এলে আসে আশ্বাস, আর বৃষ্টি এলে আসে কাদা আর হতাশা।’

এ বিষয়ে লালপুর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান বলেন, ‘ধলা গ্রামের রাস্তার বিষয়টি আমি উপজেলা প্রকৌশলীকে জানিয়েছি। রাস্তার আইডি অন্তর্ভুক্ত করে প্রস্তাব পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে। আশা করছি খুব দ্রুত সমস্যার সমাধান হবে।’