ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

হুইলচেয়ার বিতরণ 

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৯:৫৩ এএম

কুড়িগ্রামের ফুলবাড়ীতে দুস্থ ও অসহায় ১৬ জনের মাঝে হুইলচেয়ার, ট্রাইসাইকেল ও কর্নার চেয়ার বিতরণ করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে ফুলবাড়ী উপজেলা প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের উদ্যোগে ১৪টি হুইলচেয়ার, একটি ট্রাইসাইকেল ও একটি কর্নার চেয়ার বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনুমা তারান্নুম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুর রহমান, সোনালী ব্যাংক কর্মকর্তা ,অগ্রণী ব্যাংক কর্মকর্তা, কৃষি উন্নয়ন ব্যাংক কর্মকর্তা, ফুলবাড়ী প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্রের কনসালট্যান্ট ডা. গওসল আযম, থেরাপি সহকারী রাজীব আহমেদ, আব্বাস আলী, শহিদুল ইসলাম সোহান প্রমুখ।