ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

গাজায় ৮০০’র বেশি ক্রীড়াবিদকে হত্যা করেছে ‘ইসরায়েল’

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ১১:২৭ এএম
শরণার্থী শিবিরে ফুটবল খেলছে ফিলিস্তিনিরা। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি বোমা হামলা এবং দুর্ভিক্ষে অন্তত ৮০০’ র বেশি ফিলিস্তিনি ক্রীড়াবিদ মারা গেছেন। দেশটির ফুটবল সংস্থার মতে, নিহত ৮০৮ জনের মধ্যে অন্তত ৪২১ জন দেশটির বিভিন্ন পর্যায়ের ফুটবল খেলোয়াড়। সবশেষ বুধবার (৬ আগস্ট) খাবারের সন্ধানে ত্রাণকেন্দ্রে গিয়ে দেশটির জাতীয় ফুটবল দলের সাবেক খেলোয়াড় সুলেইমান আল ওবায়দ নিহত হন।

সুলেইমান আল ওবায়দ ফিলিস্তিন জাতীয় দলের হয়ে ২৪ টি আন্তর্জাতিক ম্যাচে অংশগ্রহণ করেন। ফিফা স্বীকৃত এসব ম্যাচে সুলেইমান ফিলিস্তিনের হয়ে দুই গোল করেন। তাকে এ যাবৎকালের ফিলিস্তিনের সবচেয়ে প্রতিভাবান ফুটবলার হিসেবে বিবেচনা করা হয়। অনেকে সুলেইমান আল ওবায়দের দুর্দান্ত পারফরম্যান্সের জন্য তাকে ‘ফিলিস্তিনের পেলে’ হিসেবে অভিহিত করেন।

এ পর্যন্ত ৭ অক্টোবর ২০২৩ থেকে শুরু হওয়া চলমান ইসরায়েলি বর্বরতায় দেশটির কমপক্ষে ৬১ হাজারের বেশি মানুষ নিহত হয়েছে। যাদের মধ্যে কমপক্ষে ২ শত মানুষ মারা গেছে অনাহারে খাদ্য সংকটে।

এসব ইসরায়েলি হামলায় দেশটির ৯০ শতাংশ ক্রীড়া অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। মারা গেছে দেশটির ক্রীড়াবিদ, রেফারি এবং কোচসহ ক্রীড়া সংশ্লিষ্ঠ অনেকেই। ফিলিস্তিন ফুটবল সংস্থার মতে, ইসরায়েলি বোমায় দেশটির কমপক্ষে ২৮৮ ক্রীড়া অবকাঠামো ধ্বংস হয়ে গেছে। ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর অন্তত অর্ধেকেই দেশটির ফুটবল সংশ্লিষ্ট বলে জানিয়েছেন দেশটির জাতীয় ফুটবল সংস্থা।

এছাড়া ধ্বংসপ্রাপ্ত অবকাঠামোর ২৬৮ টি গাজায় এবং ২০ টি পশ্চিম তীরের বলে জানা গেছে। হামলার পাশাপাশি দুর্ভিক্ষ ও অপুষ্টিতে ফিলিস্তিনের খেলাধুলার পরিবেশ নষ্ট হয়ে গেছে বলে জানায় সংস্থাটি।