ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

বাংলাদেশের গ্রুপে জর্ডান

স্পোর্টস রিপোর্টার
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৯:২৮ এএম

এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের ড্র হয়েছে বৃহস্পতিবার। বয়সভিত্তিক টুর্নামেন্টের এই বাছাইপর্বে বাংলাদেশের গ্রুপ পড়েছে জর্ডান ও চায়নিজ তাইপে। এশিয়ার ২৭টি দেশ বাছাইপর্বে অংশ নেবে।

আট গ্রুপে বিভক্ত হয়ে খেলবে দলগুলো। ‘এ’ থেকে ‘সি’ গ্রুপে চারটি করে দল। আর ‘ডি’ থেকে ‘এইচ’ গ্রুপে তিনটি করে দল। বাংলাদেশ পড়েছে সর্বশেষ ‘এইচ’ গ্রুপে। বাংলাদেশ সিনিয়র নারী ফুটবল দল গত মে মাসে জর্ডান সফর করেছিল।

দুটি প্রীতি ম্যাচ খেলেছিল সেখানে। এবার অনূর্ধ্ব-১৭ নারী দলকেও জর্ডান সফর করতে হবে। আগামী ১৩-১৭ অক্টোবর আট দেশের আট ভেন্যুতে এএফসির বয়সভিত্তিক বাছাইপর্ব অনুষ্ঠিত হবে। আট গ্রুপের আট চ্যাম্পিয়ন আগামী বছর ৩০ এপ্রিল থেকে ১৭ মে চীনে মূল আসরে খেলবে। চলতি বছর মরক্কোয় অনুষ্ঠিতব্য ফিফা অনূর্ধ্ব-১৭ নারী বিশ^কাপে এশিয়ার চার প্রতিনিধি চীন, জাপান, দক্ষিণ ও উত্তর কোরিয়া সরাসরি খেলবে মূল পর্বে।

২০১৭, ২০১৯ ও ২০২৪ আসরের পারফরম্যান্স অনুযায়ী পট সাজিয়েছে এএফসি। ২০১৭ ও ১৯ সালে সানজিদা-মারিয়ারা টানা দুবার মূল পর্বে খেলেছিল। এ জন্য এবার এফসি অনূর্ধ্ব-১৭ নারী টুর্নামেন্টের বাছাইয়ে বাংলাদেশ ছিল ১ নম্বর পটে। এক নম্বর পটে সবার শেষে বাংলাদেশের নাম উঠেছে। ফলে তারা পড়েছে সর্বশেষ গ্রুপে। বাংলাদেশের নারী ফুটবলে বাঁক বদলের শুরুটা মূলত এই আসর থেকেই।

এএফসি অনূর্ধ্ব-১৬ টুর্নামেন্টে বাংলাদেশ মূল পর্বে উঠেছিল ২০১৬ সালে। অনূর্ধ্ব-১৬ পর্যায়ে নারী ফুটবলে বাংলাদেশ এশিয়ার শীর্ষ আট দলের একটি। তখন থেকেই বাফুফে নারী ফুটবলের সম্ভাবনা বিচার করে দীর্ঘমেয়াদি ক্যাম্প শুরু করে। এর ফলে মূলত টানা দুই সাফ চ্যাম্পিয়ন ও প্রথমবার সিনিয়র এশিয়া কাপ খেলতে যাচ্ছেন মারিয়ারা। ২০২৪ সালে সর্বশেষ আসরে বাংলাদেশ মূল পর্বে খেলতে পারেনি।

সানজিদাদের পুরোনো রেকর্ড তাদের জুনিয়ররা আবার ফিরিয়ে আনতে পারেন কি না, সেটাই দেখার বিষয়। অক্টোবরের মাঝামাঝিতে এই টুর্নামেন্ট হওয়ায় পিটার বাটলারের কোচিং করানোর সম্ভাবনা কম। কারণ সেই সময় বাটলার পুরোদমে সিনিয়র দলে ব্যস্ত থাকবেন।