ঢাকা শুক্রবার, ০৮ আগস্ট, ২০২৫

মেজর লিগের সবচেয়ে দামি ফুটবলার সন হিউং-মিন

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: আগস্ট ৮, ২০২৫, ০৯:৩০ এএম

চলতি বছরের ফেব্রুয়ারিতে মিডলসবার্গ থেকে ২২ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে এমানুয়েল লাথকে কিনেছিল মেজর লিগ সকারের (এমএলএস) ক্লাব আটলান্টা ইউনাইটেড।

কাগজে-কলমে এমএলএসের সবচেয়ে দামি ফুটবলার বনে যান এমানুয়েল। তবে ছয় মাস না যেতেই তার রেকর্ড ভেঙে দিচ্ছেন দক্ষিণ কোরিয়ার তারকা ফুটবলার সন হিউং-মিন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইএসপিএন ফুটবল।

কয়েক দিন আগে ইংলিশ ক্লাব টটেনহ্যাম ছাড়ার ঘোষণা দেন সন। ৩৩ বছর বয়সি এই ফরোয়ার্ড এমএলএসের রেকর্ড ২৬ মিলিয়ন মার্কিন ডলারে যাচ্ছেন লস অ্যাঞ্জেলস এফসিতে। তাকে এরই মধ্যে লস অ্যাঞ্জেলেসের মাঠে খেলা দেখতে দেখা গেছে। দ্রুতই আনুষ্ঠানিক ঘোষণাপত্র আসবে। এরপর স্বাস্থ্য পরীক্ষা শেষে সমর্থকদের সামনে সনকে পরিচয় করিয়ে দেবে ক্যালিফোর্নিয়ার ক্লাবটি। ২০১০ সালে জার্মান বুন্দেস লিগার ক্লাব হ্যামবার্গার এসভির হয়ে ক্যারিয়ার শুরু করেছিলেন সন। এরপর ২০১৩ সালে যোগ দেন একই লিগের ক্লাব বায়ার লেভারকুসেনে।

সেখানে দুই মৌসুম কাটিয়ে তিনি নাম লেখান টটেনহ্যামে। তখন তার বয়স ছিল ২৩ বছর। সন এক দশকে টটেনহ্যামে ৪৫০টির বেশি ম্যাচ খেলেছেন। চতুর্থ সর্বোচ্চ ১৭৩ গোল করে তিনি এখন টটেনহ্যাম কিংবদন্তি। পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ১০১টি। নর্থ লন্ডনের ক্লাবটিতে এক দশক কাটিয়ে দিয়ে বিপুল জনপ্রিয়তা অর্জনের পর নতুন গন্তব্যে পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন সন। গত ২ আগস্ট সিওলে নিউক্যাসল ইউনাইটেডের মুখোমুখি হওয়ার আগে সংবাদ সম্মেলনে তিনি বলেন, ‘সিদ্ধান্তটা নেওয়া আমার জন্য খুবই কঠিন ছিল। কিন্তু এটা সঠিক সময়।

আশা করি সবাই আমার দিকটা বুঝবে, মতামতকে শ্রদ্ধা করবে।’ সন মনে করছেন, টটেনহ্যামে এই লম্বা সময়ে নিজেকে পরিণত করেছেন। তিনি বলেন, ‘২৩ বছর বয়সে বালক হিসেবে আমি টটেনহ্যামে এসেছিলাম। ওই বালক ইংরেজি বলতে পারত না। এখন দল ছাড়ছে পরিণত পুরুষ হিসেবে। এটা গর্বের বিষয়।’