রূপকথার জন্ম দিয়ে উয়েফা সুপার কাপের শিরোপা জিতল পিএসজি। টটেনহ্যামের বিপক্ষে খেলার ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে পিছিয়ে থাকে ফরাসি ক্লাবটি। তবে শেষ সময়ে ম্যাচ সমতায় ফিরে টাইব্রেকারে জিতে ট্রফি নিজেদের করে নেয় তারা। প্রথম এক ঘণ্টায় দাপুটে ফুটবলের পসরা মেলে ধরল টটেনহ্যাম হটস্পার। পিএসজিকে যেন খুঁজেই পাওয়া যাচ্ছিল না। সেই দলই পরাজয়ের দুয়ার থেকে অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে শেষ দিকে ২ গোলের ব্যবধান ঘুচিয়ে ম্যাচ নিয়ে গেল টাইব্রেকারে। সেখানে বাজিমাত করল তারাই। ইংলিশ দলটির স্বপ্ন ভেঙে উয়েফা সুপার কাপ জিতল ফরাসি চ্যাম্পিয়নরা। ইতালির উদিনেতে বুধবার রাতে ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে থেকে জয়ের সুবাস পাচ্ছিল টটেনহ্যাম। সেখান থেকে যোগ করা সময়ের দুই মিনিট বাকি থাকতে ২-২ সমতা টানে পিএসজি।
লড়াই গড়ায় সরাসরি টাইব্রেকারে। সেখানে ৪-৩ গোলের জয় পায় লুইস এনরিকের দল। দুই ডিফেন্ডার মিকি ফন দে ফেন ও ক্রিস্তিয়ান রোমেরোর গোলে ৪৮ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় টটেনহ্যাম। পিএসজির দুই গোল করেন দ্বিতীয়ার্ধে বদলি নামা দুই খেলোয়াড়Ñ লি কাং-ইন ব্যবধান কমানোর পর সমতা ফেরান গন্সালো রামোস। পেনাল্টি শুটআউটে পিএসজির প্রথম শট ভিতিনিয়া পোস্টে মারলেও জালের দেখা পান তাদের পরের চারজন। টটেনহ্যামের মিকি ফন দে ফেনের শট ঠেকান পিএসজির নতুন গোলরক্ষক লুকাহ শুভালিয়ে, বাইরে মারেন মাথিয়াস তেল।
প্রথম ফরাসি ক্লাব হিসেবে উয়েফা সুপার কাপ জিতল পিএসজি। মৌসুমের শুরুতে আগেরবারের চ্যাম্পিয়ন্স লিগ ও ইউরোপা লিগ জয়ীর মধ্যে হয়ে থাকে এক ম্যাচের এই শিরোপা লড়াই। গত মে মাসে ফাইনালে ইন্টার মিলানকে গুঁড়িয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জয়ের স্বাদ পায় পিএসজি। একই মাসে ইউরোপা লিগের ফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে হারিয়ে ১৭ বছরের শিরোপাখরা কাটায় টটেনহ্যাম। তিন মাসের কম সময়ের মধ্যে আরেকটি ট্রফি জয়ের খুব কাছে গিয়েও পারল না তারা।
সন হিউং-মিনের বিদায়ের পর টটেনহ্যামের অধিনায়কত্ব পাওয়ার দিনের উপলক্ষটা ট্রফির ছোঁয়ায় রাঙানো হলো না রোমেরোর। দলটির কোচ হিসেবে টমাস ফ্র্যাংকের প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচ ছিল এটি। অল্পের জন্য এক মাসের মধ্যে দুটি শিরোপা লড়াইয়ের মঞ্চে ইংলিশ দলের বিপক্ষে হারের হাত থেকে রক্ষা পেল পিএসজি। গত মাসে নতুন আঙ্গিকের ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে তাদের ৩-০ গোলে হারিয়ে ট্রফি জিতেছিল চেলসি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন