ঢাকা শুক্রবার, ১০ অক্টোবর, ২০২৫

ভারতের বিপক্ষে সিরিজ

চোট সেরে ফেরার লক্ষ্য ম্যাক্সওয়েলের

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: অক্টোবর ১০, ২০২৫, ০১:১৩ এএম

ভারতের বিপক্ষে সিরিজেই অস্ট্রেলিয়া দলে ফিরতে চান গ্লেন ম্যাক্সওয়েল। ইনজুরির কারণে দীর্ঘ দিন ধরে মাঠের বাইরে আছেন এই ব্যাটসম্যান। ক্যারিয়ারে অনেকবারের মতো এবারও অদ্ভুতভাবে চোটে পড়ে তিনি। সাধারণত অস্ত্রোপচার করানো হলে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে পড়েন অ্যাথলেটরা। অনেক সময় চেষ্টা করা হয় অস্ত্রোপচার এড়িয়ে আরেকটু দ্রুত সারিয়ে তোলার। গ্লেন ম্যাক্সওয়েলের অবস্থা উল্টো। একটু আগেভাগে মাঠে ফেরার আশাতেই অস্ত্রোপচার করিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার অভিজ্ঞ ব্যাটসম্যানের আশা, ভারতের বিপক্ষে সিরিজ কিছু অংশে হলেও খেলতে পারবেন তিনি। ম্যাক্সওয়েলের আন্তর্জাতিক ক্রিকেটার পরিচয় টিকে আছে এখন কেবল টি-টোয়েন্টিতে।

কিন্তু আপাতত তিনি খেলতে পারছেন কিছুই। নিউ জিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজের আগে নেটে বোলিংয়ের সময় মিচেল ওয়েনের শটে বল এসে লাগে তার হাতে। চিড় ধরা পড়ে কবজিতে। নিউ জিল্যান্ড সফর থেকে তিনি ছিটকে পড়েন তো বটেই, ভারতের বিপক্ষে সামনের সিরিজের প্রথম দুই ম্যাচের স্কোয়াডেও তিনি নেই। তবে সিরিজের পরের তিন ম্যাচের কোনো একটা অংশে খেলার আশা ছাড়ছেন না তিনি, মেলবোর্নে বৃহস্পতিবার জানালেন বিশ^কাপজয়ী তারকা। ম্যাক্সওয়েল বলেন, ‘গত সপ্তাহে অস্ত্রোপচার করানোর পর ভারতের বিপক্ষে সিরিজে কিছুটা অংশ নেওয়ার আশা আমার খানিকটা হলেও বেড়েছে, যদি নিজেকে ঠিকঠাক রাখতে পারি। আমার অস্ত্রোপচার করানোর একমাত্র কারণই এটি।

আমার সামনে বিকল্প ছিল দুটি, অস্ত্রোপচার না করিয়ে ভারতের বিপক্ষে সিরিজ পুরোটা বাইরে থাকা অথবা অস্ত্রোপচার করানো এবং তাতে সামান্য হলেও এই সিরিজে মাঠে নামার সুযোগ।’ তিনি আরওবলেন, ‘যদি সেটা না হয়, তাহলে বিগ ব্যাশের জন্য আগেই প্রস্তুত হয়ে উঠব এবং আমার মনে হয়, শরীরটাকে ঠিকঠাক করার জন্য ভালো অবস্থায় থাকব।’ ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের শেষ তিন ম্যাচ আগামী ২, ৬ ও ৮ নভেম্বর।