ঢাকা শনিবার, ১২ জুলাই, ২০২৫

পরিচিতি সভা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১২, ২০২৫, ০১:০৬ এএম

টাঙ্গাইলের দেলদুয়ারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উপজেলা সমন্বয় কমিটির পরিচিতি সভা ও উপজেলা কার্যালয় উদ্বোধন করা হয়েছে। গত বৃহস্পতিবার সন্ধ্যায় জুলাই-আগস্ট আন্দোলনে শহিদ আশরাফুল্লাহ আবিরের মা-বোনকে সঙ্গে নিয়ে উপজেলা শহরের পুরাতন বাজার পোস্ট অফিসসংলগ্ন দলটির কার্যালয় উদ্বোধন করেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সদস্য মেজর (অব.) সালাউদ্দিন। এ সময় প্রধান সমন্বয়কারী ঊর্মি আক্তারের সভাপতিত্বে যুগ্ম সমন্বয়কারী সোহেল রানার সঞ্চালনায় বক্তব্য দেনÑ কেন্দ্রীয় সদস্য ইঞ্জিনিয়ার আল ইমরান নাঈম, অ্যাডভোকেট জায়েদ বিন নাছের, কেন্দ্রীয় সংগঠক আজাদ খান ভাসানী, জেলা যুগ্ম সমন্বয়কারী রবিউল ইসলাম রবি, সদস্য ইসরাত জাহান রুমি, জাহিদ হাসান, মুক্তিযোদ্ধা ফিরোজ মিয়া, জেলা বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সদস্যসচিব আবু আহমেদ শেরশাহ, যুগ্ম আহ্বায়ক সুমাইয়া আক্তার ইতি, সংগঠক হাবিব, সুজন প্রমুখ।