যশোরের চৌগাছা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান ৩০ বছর ধরে দখলে রেখেছিল সরকারি ১২ বিঘা (৪ একর) জমি। তবে বুধবার (২০ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার ওই জমি উদ্ধার করা হয়।
জানা যায়, চৌগাছা উপজেলার নারায়নপুর ইউনিয়নের বাহাদুরপুর মৌজার আরএস খতিয়ান-১ এর পুকুর ও পুকুর পাড় শ্রেণির আরএস দাগ ২৪১৯, জমির পরিমাণ ২ দশমিক ৬৪ ও আরএএস দাগ ২৪২০, জমির পরিমাণ এক দশমিক ২৫ একর সরকারি সম্পত্তি। ওই জমি ৩০ বছর ধরে অবৈধভাবে দখলে রেখেছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম হাবিবুর রহমান।
বুধবার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহানের নেতৃত্বে অবৈধ দখলে থাকা ওই জমি উদ্ধার করে সাইনবোর্ড ও লাল নিশানা টাঙিয়ে দেওয়া হয়। শুধু ওই ৪ বিঘা জমি নয়, ক্ষমতার অপব্যবহার করে এসএম হাবিবুর রহমান উপজেলার বিভিন্ন মৌজার জমি অবৈধভাবে দখল করেছেন। আবার কোথাও কোথাও সরকারি সম্পত্তি লিজ নিয়ে নিজের নামে নামপত্তন করে নেওয়ার অভিযোগও রয়েছে। সেইগুলো চিহ্নিত করে সরকারের দখলে নেওয়ার দাবি উঠেছে।
এ বিষয়ে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) তাসমিন জাহান বলেন, ৩০ বছর ধরে জমিটি অবৈধ দখলে ছিলো। আমরা জমিটি দখলমুক্ত করে লাল নিশানা টানিয়ে দিয়েছি। এ ছাড়া জমিটিতে সরকারি মালিকানার সাইনবোর্ড টানিয়ে দেয়া হয়েছে।

 
                            -20241120131841.jpg) 
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন