দেশে ভোজ্য তেলের আমদানি নির্ভরতা কমাতে সরিষার উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জয়পুরহাটের পাঁচবিবিতে বিপুল পরিমাণে সার বীজ প্রণোদনা দেয়া হলেও যথাযথ তদারকির অভাব, ন্যায্যমুল্যের অপ্রাপ্যতা ও আলুর মুল্য বৃদ্ধির কারনে গতবারের তুলনায় এবার সরিষার চাষ কমেছে ২ হাজার ৬৩২ হেক্টর জমি । অন্য দিকে আলুর আবাদ বৃদ্ধি পেয়েছে ২ হাজার ৯৯৫ হেক্টর জমি।
কৃষকরা বলছেন, গত কয়েক বছর ধরে বাজারে সরিষার নায্য মূল্য না পাওয়াই এবং আলুর চাহিদা বৃদ্ধি পাওয়াই আলু চাষের দিকে ঝুঁকে পড়েছেন তারা। এ কারণে উপজেলায় সরিষা আবাদ কমে গিয়ে, বেড়েছে আলুর আবাদি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, উপজেলার ৮ টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গত বছর সরিষা আবাদ হয়েছিল ৮ হাজার ৩৬৯ হেক্টর জমিতে। এবার তা কমিয়ে চাষাবাদ হয়েছে ৫ হাজার ৭৩২ হেক্টর জমিতে। অপর দিকে একই মৌসুমে আলু রোপন করা হয়েছিল ৫ হাজার ৯৫০ হেক্টর জমিতে। চলতি মৌসুমে আলু রোপন হয়েছে ৮ হাজার ৯৪৫ হেক্টর জমিতে। যা গত বছরের তুলনায় ২ হাজার ৯৯৫ হেক্টর জমি বেশি।
উপজেলার বিভিন্ন ইউনিয়ন ঘুরে কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, আলুর দাম বেশি হওয়ায় অনেকেই সরিষার চাষ বাদ দিয়ে আলু চাষে মন দিয়েছেন। এ ছাড়া সার ও কীটনাশকের দাম বেড়ে যাওয়ায় উৎপাদন খরচও বৃদ্ধি পেয়েছে। তবে কৃষকরা আশা করছেন, আবহাওয়া অনুকূলে থাকলে এবার তারা ভালো ফলন পাবেন।
উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সড়াইল গ্রামের কৃষক ইলিয়াস হোসেন বলেন, গত কয়েক বছর বাজারে সরিষার দাম কম। আবার বাজারে আলুর দাম ও চাহিদা বেশি। একারণে সরিষা চাষ না করে ঐ জমিতে আলু চাষ করেছি।
উপজেলার আটাপুর ইউনিয়নের উচাই জেরকাপাড়া গ্রামে কৃষক বিশ্বজিৎ সিং গত বছর ৪ বিঘা জমিতে সরিষার চাষাবাদ করেন। কিন্তুু বাজারে সরিষার কাঙ্ক্ষিত দাম না পাওয়াই এবার এক বিঘা জমিতে চাষ করেছেন। তিনি বলেন, সার, বীজ ও কীটনাশকসহ চাষাবাদে অন্যান্য খরচ বৃদ্ধি পেলেও বাজারে ফসলের নায্য মূল্য পাওয়া যায় না। একারণে আবাদ কমিয়ে দিয়েছি। এবার আলুর দাম ভাল হওয়াই ৪ বিঘা জমিতে আলু রোপন করেছি।
উপজেলার ধরঞ্জী ইউনিয়নের শ্রীম্তপুর গ্রামের কৃষক ফারায়েজ হোসেন বলেন, `সরিষা চাষের সময় আলুর দাম বেশি হওয়ায় আমাদের এলাকায় অনেকেই সরিষা চাষ বাদ দিয়ে আলু চাষ করেছেন। এ জন্য সরিষার চাষ কিছুটা কমে গেছে। তবে যারা সরিষা চাষ করছেন, এবার তারা ভালো দাম পাবেন বলে মনে হচ্ছে।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ লুৎফর রহমান বলেন, চলতি মৌসুমে আলুর মুল্য বৃদ্ধির কারনে কৃষকরা আলুর চাষে ঝুঁকে পড়েছে । সরিষার চাষ কমলেও মাঠে পতিত জমিতেও আলু চাষ হওয়ায় আলু চাষ বৃদ্ধি পেয়েছে। তদারকি অবহেলার বিষয়টি সঠিক নয় । আমরা কৃষকদেরকে ঐবিষয়ে উদ্বুদ্ধ করেছি ।

 
                             
                                    -20250124025213.jpg)
-20250124034350.jpg)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন