খুলনায় পঞ্চবীথি ক্লাবের দখল উচ্ছেদের সময় সংঘর্ষের ঘটনায় গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরসহ ছয়জনের বিরুদ্ধে দুটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (২৪ মার্চ) রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা মহানগরীর যুগ্ম আহ্বায়ক নাঈম হাওলাদার এবং জেলা কমিটির সদস্য শেখ সাকিব আহমেদ খুলনা সদর থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন।
জানা যায়, নাঈম হাওলাদারের মামলায় আসামি হয়েছেন ৪ জন। তারা হলেন- নুরুল হক নুর, খুলনা মহানগর শাখার সাধারণ সম্পাদক এসকে রাশেদ, স্থানীয় নেতা মো. জনি এবং যুব অধিকার পরিষদের খুলনা মহানগর শাখার নেতা মো. তাইজুল ইসলাম।
অন্যদিকে শেখ সাকিব আহমেদের করা মামলায় এসকে রাশেদ, জনি, গণঅধিকার পরিষদের খুলনা মহানগরের সাংগঠনিক সম্পাদক আজিজ শেখ রুবেল এবং হিরোন নামের এক ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, অভিযুক্তরা স্থানীয় পঞ্চবীথি ক্লাব অবৈধভাবে দখল করে চাঁদাবাজি ও অসামাজিক কার্যকলাপ চালাতেন। এর বিরুদ্ধে অবস্থান নেওয়ার জন্য ১৮ মার্চ রাত সাড়ে ৯টায় বাদী ও তার সংগঠনের সদস্যরা সেখানে যান।
এ সময় নুরুল হক নুর মোবাইল ফোনে নির্দেশনা দিলে অন্য আসামিরা রড, দা, বাঁশের লাঠি ও কুড়াল নিয়ে হামলা চালান। এতে বাদীসহ কয়েকজন আহত হন, পরে তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হয়।
এর আগে, ২১ মার্চ এসকে রাশেদ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের খুলনা জেলা কমিটির সদস্য সচিব সাজিদুল ইসলাম বাপ্পী, যুগ্ম আহ্বায়ক নাজমুল হোসেন, মহররম মাহীম, যুগ্ম মুখ্য সংগঠক শেখ রাফসান জানি এবং কেন্দ্রীয় সদস্য রুমি রহমানের বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি মামলা করেছিলেন।
খুলনা সদর থানার ওসি মো. মাসুম বলেন, মামলাটি তদন্তাধীন এবং আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন