জয়পুরহাটের আক্কেলপুরে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রতিবাদে সড়ক অবরোধ করেন স্থানীয় যুব সমাজ ও ছাত্র-জনতা।
আজ রোববার বেলা সাড়ে ১১টায় আক্কেলপুর-সান্তাহার সড়কের শান্তা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অটোরিকশার ভ্যান চালকরা ৫ টাকার ভাড়া ১০ টাকা করে নেওয়াই গাছের গুল ফেলে স্থানীয় যুব সমাজ দেড় ঘন্টাব্যাপী সড়ক অবরোধ করেন।
অবরোধের কারণে সড়কে যানজট সৃষ্টি হয়। প্রশাসনের কাছে সঠিক ভাড়ার দাবি তুলে ধরে বিক্ষুব্ধ জনতা। দাবি আদায়ের আশ্বাস পেয়ে দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেওয়া হয়।
স্থানীয় আলোকচিত্রী মোঃ মোবাশ্বের হোসেন জানান, শান্তা থেকে আক্কেলপুর বাজার আগে থেকে ভাড়া ছিল ৫ টাকা। আমরা ঈদ উপলক্ষে খুশি হয়ে ১০ টাকা ভাড়া দিয়েছিলাম। কিন্তু ঈদ শেষ হলেও পূর্বের ভাড়া না নিয়ে ১০ টাকা করে ভাড়া আদায় করতে থাকে চালকরা। এর প্রতিবাদে আমরা সড়ক অবরোধ করেছি। পরে থানা পুলিশ এসে ইউএনও স্যারের সাথে কথা বললে আগামী রোববার দুই পক্ষকে ডেকেছেন। দাবি আদায়ের আশ্বাস পেয়ে আমরা অবরোধ তুলে নিয়েছি।
আক্কেলপুর থানার এসআই স্বপন কুমার রূপালী বাংলাদেশকে বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থালে যাই। ইউএনও মহোদয়ের সাথে কথা বলে তাদের দাবি আদায়ের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয়। কিছু সময় যানবাহন চলাচল বন্ধ ছিল। উভয় পক্ষ নিয়ে আগামী রোববার ইউএনও মহোদয়ের কক্ষে বসার তারিখ নির্ধারণ করা হয়েছে।
আক্কেলপুর উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি মিজানুর রহমান লেটার রূপালী বাংলাদেশকে বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে যাই। ইউএনও স্যারের সাথে কথা হয়েছে। উভয় পক্ষকে বসার জন্য তিনি ডেকেছেন। সংগঠনের পক্ষ থেকে কোন ভাড়া বাড়ানো হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মনজুরুল আলম রূপালী বাংলাদেশকে বলেন, স্থানীয় জনতা, উপজেলা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতির সাথে মুঠোফোনে কথা হয়েছে। উভয় পক্ষকে আগামী রোববার ১৩ এপ্রিল ডাকা হয়েছে।

 
                            -20250406105119.webp) 
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন