লালমনিরহাটে সেপটিক ট্যাংক পরিষ্কার করতে নেমে মারুফ হোসেন (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। এ সময় আব্দুর রহিম (৩০) নামে আরো এক শ্রমিককে জীবিত উদ্ধার করে স্থানীয় থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ইউনিট।
শনিবার (৩ মে) সকাল সাড়ে ১০টার দিকে লালমনিরহাট সদর উপজেলার মহেন্দ্রনগর এলাকার সাতপাটকী এলাকায় জহুরুল ইসলামের বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মারুফ সদর উপজেলার রাজপুর ইউনিয়নের বালাপাড়া ৬ নম্বর ওয়ার্ডের আব্দুল খালেকের ছেলে। আহত রহিম একই এলাকার মোফাজ্জল হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকাল ১০টার দিকে ওই এলাকার জহুরুলের বাড়িতে সেপটিক ট্যাংক পরিষ্কারের কাজ শুরু করে মারুফ ও আব্দুর রহিম। প্রথমে ট্যাংকের ভিতরে নামে মারুফ। সেখানে অতিরিক্ত গ্যাসে সে অসুস্থ হয়ে পড়ে। পরে অপর শ্রমিক রহিমও ট্যাংকের ভিতরে নেমে পড়ে। এ সময় ট্যাংকের ভিতরে থাকা বিষাক্ত গ্যাসের কারণে অসুস্থতা বোধ করলে রহিম দ্রুত উপরে উঠে আসে। কিন্তু মারুফ বেশি অসুস্থ হয়ে পড়ার কারণে উপরে উঠতে না পারায় ট্যাংকের ভিতরেই সে মৃত্যুবরণ করে।
খবর পেয়ে স্থানীয় থানার পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে মারুফের মরদেহ উদ্ধার করে।
লালমনিরহাট সদর থানার ওসি নুরনবী বলেন, সেপটিক ট্যাংকের ভেতরে বিষাক্ত গ্যাসের কারণে একজনের মৃত্যু হয়েছে। অন্য কোনো কারণে তার মৃত্যু হয়েছে কি না, তা তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আপনার মতামত লিখুন :