ঢাকা বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫

জুলাই আন্দোলনের নেতা পরিচয়ে চাঁদা দাবির অভিযোগে আটক ৮ 

খুলনা ব্যুরো
প্রকাশিত: মে ১৫, ২০২৫, ১১:৩৪ এএম
চাঁদা আদায়ের অভিযোগে খুলনায় ৮ যুবককে আটক করেছে পুলিশ। ছবি- রূপালী বাংলাদেশ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে চাঁদা আদায়ের অভিযোগে খুলনায় আট যুবককে আটক করেছে পুলিশ। 

বুধবার (১৪ মে) রাত ১০টার দিকে নগরের খালিশপুর থানার ৯ নম্বর ওয়ার্ডের বাস্তুহারা কলোনি এলাকায় এ ঘটনা ঘটে।   

স্থানীয় সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে কয়েকজন যুবক এসে বাস্তুহারা কলোনির বাসিন্দা বাপ্পিকে আওয়ামী লীগের দোসর বলতে থাকেন। পতিত সরকারের নেতাকর্মীদের টাকা দিত বলে তারা দাবি করে চাঁদা চান। কিন্তু টাকা দিতে অস্বীকৃতি জানালে সেখানে চিৎকার-চেঁচামেচি হয়। এ সময় এলাকাবাসী একত্র হয়ে তাদের আটকিয়ে পুলিশে সোপর্দ করা হয়।

খালিশপুর থানার ওসি মো. রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আটককৃতরা নিজেদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মী পরিচয় দিয়ে স্থানীয় এক বাসিন্দার কাছে চাঁদা চাইছিল। খবর পেয়ে ঘটনাস্থল থেকে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    

এদিকে, সংগঠনের নাম ব্যবহার করে চাঁদাবাজির ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। অনেকে আশঙ্কা করছেন, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নাম ব্যবহার করে এ ধরনের অপতৎপরতা বেড়ে যেতে পারে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা অপরাধ স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।