খুলনার কয়রায় নদীর চর থেকে বাঁশের খুঁটির সাথে শিকলে বাঁধা অবস্থায় আব্দুল মজিদ সানা (৬০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি নারানপুর গ্রামের মৃত মনজেল সানার পুত্র।
মঙ্গলবার (২৭ মে) সকাল ৮টার দিকে এই মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, কয়রা থেকে খুলনাগামী লঞ্চের যাত্রীরা সকালে নদীপথে খুলনা যাওয়ার পথে নদীর চরে খুঁটির সাথে শিকলে বাঁধা অবস্থায় লাশটা দেখতে পেয়ে নারানপুর লঞ্চঘাটে খবরটি পৌঁছে দেয়। পরে স্থানীয় লোকজন পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
কয়রা থানার ওসি এমদাদুল হক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যা কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন