যশোর শহরের তিনটি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে ১ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (২৭ মে) বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।
এর মধ্যে পপুলার হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিককে ৭০ হাজার টাকা, দেশ ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিককে ৫ হাজার টাকা এবং আরিয়ান ডায়াগনস্টিককে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের পেশকার সাইদুর রহমান জানান, প্রথমে ‘পপুলার ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড হসপিটালে’ অভিযান চালানো হয়। এ সময় প্রতিষ্ঠানটির ভেতরে নোংরা পরিবেশ এবং কাগজপত্রে ত্রুটি পাওয়ায় ৭০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এরপর অভিযানের টিম ‘আরিয়ান ডায়াগনস্টিক সেন্টারে’ যায়। সেখানে বৈধ কাগজপত্রের অভাব ও চিকিৎসা সহায়ক ব্যবস্থার ঘাটতির কারণে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। শেষে ‘দেশ ক্লিনিকে’ অভিযান চালিয়ে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহির দায়ান আমিন বলেন, ‘চিকিৎসাসেবায় প্রতারণা ও অনিয়ম রুখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানের সময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সরদার রেজোয়ানা, যশোর সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ও পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :