ঢাকা শুক্রবার, ৩০ মে, ২০২৫

জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতা নিহত

জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত: মে ২৮, ২০২৫, ০৪:১১ পিএম
ছবি-সংগৃহীত

জয়পুরহাটে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিপ্লব আহম্মেদ পিয়াল (৩০) নামে ছাত্রদলের এক নেতা নিহত হয়েছেন।

বুধবার (২৮ মে) দুপুর সাড়ে ১২টার দিকে জয়পুরহাট শহরের ইসলামনগরে এ ঘটনা ঘটে। 

পিয়াল ছাত্রদলের জয়পুরহাট শহর শাখা কমিটির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক। 

জয়পুরহাট সদর থানার ওসি নুর আলম সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মাদক বিক্রিতে বাধা দেওয়াকে কেন্দ্র করে বুধবার বেলা সাড়ে ১২টা দিকে দুর্বৃত্তরা পিয়ালকে শহরের ইসলামনগরের বাড়ি থেকে ডেকে নিয়ে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। 

এ সময় তাকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করে জয়পুরহাট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ময়নাতদন্তের জন্য তার মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি নুর আলম। 

ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। নিহতের পরিবার ও রাজনৈতিক সহকর্মীরা সুষ্ঠু বিচার দাবি করেছেন।