ভোলার লালমোহনে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে চাচাতো ভাই-বোন।
শনিবার (৩১ মে) দুপুরে উপজেলার ধলীগৌরনগর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চরকালাচাঁদ এলাকার শাহাজান মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
মৃত শিশুরা হলো- চরকালাচাঁদ এলাকার শাহাজান মিয়া বাড়ির হাসনাইনের ছেলে মো. মিনহাজ এবং সোহেলের মেয়ে মোসা. নাফিজা বেগম। তাদের বয়স দুই বছর করে।
জানা গেছে, শনিবার দুপুরের দিকে পরিবারের সদস্যরা খাবার খাচ্ছিলেন। এ সময় সকলের অগোচরে ঘর থেকে বের হয়ে যায় শিশু মিনহাজ এবং নাফিজা। কিছু সময় পর তাদের দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন।
একপর্যায়ে দুই শিশুকে বসতঘর সংলগ্ন পুকুরের পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। সেখানের কর্তব্যরত চিকিৎসক শিশু দু’জনের শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করে তাদের মৃত ঘোষণা করেন।
লালমোহন থানার ওসি মো. সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। কোনো অভিযোগ না থাকায় শিশু দু’জনের মরদেহ তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।

 
                             
                                    -20250531194949.webp)
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                    -20251031233315.webp) 
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                    -20251031164732.webp) 
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন