নেত্রকোনার কেন্দুয়ায় তিন দিন ধরে নিখোঁজ রয়েছেন ছাত্রদল নেতা রফিকুল ইসলাম শামীম (৩০)। তবে নিখোঁজের তিন দিন পর পার্শ্ববর্তী একটি সেতুর নিচ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল উদ্ধার করা হলেও এখনো তার কোনো খোঁজ মেলেনি।
তিনি গন্ডা ইউনিয়নের মনকান্দা গ্রামের বাসিন্দা এবং ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক।
পরিবার সূত্রে জানা গেছে, গত ৩ জুলাই রাত সাড়ে ১২টার দিকে শামীম নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে করে মডেল বাজারের উদ্দেশে রওনা দেন। এরপর থেকে তার সঙ্গে পরিবারের আর কোনো যোগাযোগ হয়নি। পরদিন ৪ জুলাই কেন্দুয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্বজনরা।
শনিবার (৫ জুলাই) রাতে কেন্দুয়া উপজেলার গইচাসিয়া সেতুর নিচ থেকে রফিকুলের ব্যবহৃত মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ। মোটরসাইকেল উদ্ধারের ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাদের আশঙ্কা, শামীমের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে।
উপজেলার গন্ডা ইউনিয়ন বিএনপির সভাপতি বোরহান উদ্দিন মোহাম্মদ তমজিদ বলেন, ‘শনিবার রাতে গইচাসিয়া ব্রিজের নিচ থেকে নিখোঁজ গন্ডা ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শামীমের ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ উদ্ধার করেছে। আমরা দ্রুত শামীমকে সুস্থ ও অক্ষত ভাবে ফেরত চাই।’
এ বিষয়ে কেন্দুয়া থানার ওসি মিজানুর রহমান বলেন, ‘নিখোঁজ ব্যক্তির মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি এবং তদন্ত অব্যাহত রয়েছে।’
আপনার মতামত লিখুন :